Advertisment

Ankush Hazra Kissed: ঐন্দ্রিলার সামনেই অন্য মানুষকে চুমু, অঙ্কুশের কাণ্ডে কি বিরক্ত সেই ব্যক্তি?

Ankush Hazra: একদিকে যখন ইন্দ্রদ্বীপের জন্মদিন উদযাপিত হচ্ছে, ঠিক তখনই অঙ্কুশ নিজের কাজ করতে ব্যস্ত। তাঁকে দেখা গেল ফের একবার দুষ্টুমি করতে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ankush oindrila

কাকে চুমু খেলেন অঙ্কুশ?

Ankush Hazra: গতকাল ছিল ইন্দ্রদীপ দাশগুপ্তর জন্মদিন। সঙ্গীতের দুনিয়ায় যাকে ID বলেই সম্বোধন করেন বেশিরভাগ। তাঁর জন্মদিনে, হাজির ছিল টলিপাড়ার অনেকেই। আনা হয়েছিল বিশেষ কেক ও। আর সেখানেই যা কান্ড ঘটালেন অঙ্কুশ। আবির জেরবার তবে কান্ড কারখানায়।

Advertisment

গতকাল সেলিব্রেট করা হয়েছে ইন্দ্রদীপের জন্মদিন। যেখানে টলিউডের অনেকেই সুরে সুর মেলালেন। অভিনেতা থেকে পরিচালক এবং আরও মানুষদের ভিড়ে বিশেষ দিন উদযাপন করলেন সঙ্গীত পরিচালক। সেখানে দেখা গেল, আবির চট্টোপাধ্যায় থেকে অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা, ইশা সাহা এমনকি কৌশিক গঙ্গোপাধ্যায়কেও। একদিকে যখন ইন্দ্রদ্বীপের জন্মদিন উদযাপিত হচ্ছে, ঠিক তখনই অঙ্কুশ নিজের কাজ করতে ব্যস্ত। তাঁকে দেখা গেল ফের একবার দুষ্টুমি করতে।

আবির চট্টোপাধ্যায় তাঁর বন্ধু।  তাঁর সঙ্গেই খুনসুটি করতে দেখা গেল অঙ্কুশকে। এদিকে, তাঁর কান্ডকীর্তি দেখে আবির ভাষা হারিয়ে ফেলেছ। কী বলবেন যেন বুঝেই পাচ্ছেন না। সারা ঘর যখন হ্যাপী বার্থডে গানে মুখরিত ঠিক তখন, আবিরের সঙ্গে কী করলেন অঙ্কুশ? সামনে ঐন্দ্রিলা বসে আছেন। এদিকে, অঙ্কুশ নিজের প্রেম ধরে রাখতে পারলে না। অভিনেতার ক্যামেরায় দেখা গেল সেই ভিডিও। কী করলেন অঙ্কুশ?

অভিনেতাকে দেখা গেল, একটা সময় পর আবিরের গালে চুমু খেতে। বন্ধুকে না জানিয়েই এই কান্ড করলেন। আবিরকে সামনে পেয়ে যেন প্রেম ধরে রাখতে পারলেন না অঙ্কুশ। সোজা গালে দুটো চুমু খেয়ে বসলেন। আর বন্ধুর এই কাণ্ডে তিনি একটুও রেগে যাওয়া তো দুর, বরং তিনি সোজা বলে বসলেন, "এই দেখেছেন কান্ড? দেখেছেন এগুলো কী করে? এই ছার! অনেক রাত হয়েছে।"

Advertisment

এই দৃশ্য সমাজ মাধ্যমে ভাইরাল। অঙ্কুশ যে কতটা দুষ্টু, সেকথা অনেকেই জানেন। তিনি তাঁর বন্ধু মিমি চক্রবর্তীর সঙ্গেও নানা মশকরা করেন। মাঝে মধ্যে যদিও বা দুজনের মধ্যে হালকা রাগারাগি ও হয়, তবে অঙ্কুশ কিন্তু থামার নয়। তিনি নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।

Abir Chatterjee Ankush Hazra Oindrila Sen Ankush-Oindrila
Advertisment