শুভশ্রী-অঙ্কুশ শুটিং ফ্লোরে, কী করলেন দেখুন

এ মাসের শুরুতেই ছবির শুটিংয়ে ব্যস্ত হয়েছেন পড়েছিলেন এই জুটি। যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করলেন অভিনেতারা।

এ মাসের শুরুতেই ছবির শুটিংয়ে ব্যস্ত হয়েছেন পড়েছিলেন এই জুটি। যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করলেন অভিনেতারা।

author-image
IE Bangla Web Desk
New Update
subhashree ankush

শুটিং ফ্লোরে শুভশ্রী, অঙ্কুশ, বাবা যাদব। ফোটো- ইনস্টাগ্রাম

বাবা যাদবের পরিচালনায় সুপারন্যাচারাল ছবিতে একসঙ্গে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরাকে। প্রায় বছর ছয় পর একসঙ্গে বড়পর্দায় আসছেন এই জুটি। এ মাসের শুরুতেই ছবির শুটিংয়ে ব্যস্ত হয়েছেন পড়েছিলেন তারা। যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে শুটিং ফ্লোর থেকে ছবি শেয়ার করলেন অভিনেতারা।

Advertisment

বাবা যাদবের সঙ্গে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পেশাগত যোগাযোগ বহুদিনের। পরিচালক হিসেবে বাবা যাদবের প্রথম বাংলা ছবি ‘বস’-এর নায়িকা তিনি। পরবর্তী ছবি ‘গেম’ ও ‘বস টু’-তেও নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন, দ্বিতীয় পুরুষ: খুনের রহস্যে জমজমাট থ্রিলার

Advertisment

publive-image শুটিং ফ্লোরে অঙ্কুশ ও শুভশ্রীর খুনসুটি। ফোটো- অভ্কুশের ইনস্টাগ্রাম

publive-image শুটিংয়ের ফাঁকে বাবা যাদবের সঙ্গে শুভশ্রী ও অঙ্কুশ। ফোটো- অঙ্কুশের টুইটার

publive-image সেলফি তো বনতা হ্যায়। ফোটো- বাবা যাদবের ইনস্টাগ্রাম

publive-image সুপার ন্যাচারাল এই ছবিতে সুব্রত দত্তকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। ফোটো- টুইটার

আরও পড়ুন, সৃজিতের ‘দ্বিতীয় পুরুষ’-এর লুক, বাজিমাত অনির্বাণের

তেমনই ছবির গল্প বা বিষয়বস্তু সম্পর্কেও এখনও কিছু জানা যায়নি। সূত্রের খবর, সুপার ন্যাচারাল এই ছবিতে সুব্রত দত্তকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। শোনা যাচ্ছে তাঁর লুকে চমকে যেতে পারেন দর্শক। কলকাতার পাশাপাশি পাহাড়েও শুটিং হতে পারে এই ছবির। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। আগামী বছর মুক্তি পেতে চলেছে অঙ্কুশ-শুভশ্রী জুটির নয়া রসায়ন।

tollywood Subhasree Ganguly Bengali Actor Bengali Actress