/indian-express-bangla/media/media_files/2025/10/01/ankush-2025-10-01-10-36-56.png)
অঙ্কুশ যা বললেন...
Ankush Hazra-Raktabeej 2: পুজোয় রিলিজ করেছে চারটে বাংলা ছবি। এবং শুরুর দিন থেকেই এই চারটি রিলিজ নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে। বিশেষ করে, রঘু ডাকাত এবিং রক্তবীজ ২, আলোচনায় ছিল এই দুটি ছবি। এবং তার থেকেও বড় কথা, নানাভাবে এই দুটি ছবিকেই লেট ডাউন করার চেষ্টা করা হয়েছে প্রতিনিয়ত। বিশেষ করে সমস্যার মোকাবিলা করেছেন দেব। তার ছবি নিয়ে যেভাবে নেগেটিভিটি ছড়িয়েছে, তাতে বারবার তিনি মুখ খুলেছেন।
তবে এই একই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন রক্তবীজ ২-ও। শিবু-নন্দিতার ছবিকে অনেকেই যেমন প্রশংসায় ভরিয়েছেন তেমন কেউ কেউ জগা-খিচুড়ি বলেছেন। এবং সমাজ মাধ্যমে ফ্যান-ওয়ার তো লেগেই রয়েছে। ছবি নিয়ে নেগেটিভ রিভিউর ঝলক মিলছে। তাই গতকাল মুখ খুলেছেন অঙ্কুশ হাজরা। অর্থাৎ রক্তবীজের মুনির। কী বলেছেন তিনি?
তার একটি গুণ সবসময় রয়েছে, তিনি যেকোনো বাংলা ছবি রিলিজ করলেই সেই ছবির মঙ্গল চান। এবং তার থেকেও বড় কথা যাতে সমস্ত বাংলা ছবি চলে, সেই নিয়েও বক্তব্য রাখেন। তিনি বলছেন, "এই ভিডিও করার একটা অন্য উদ্দেশ্য রয়েছে। প্রথমেই চারটে বাংলা ছবিকে অনেক শুভেচ্ছা। সবাই খুব ভাল করছে। প্রত্যেকটা ছবি বক্স অফিসে ভাল করছে। কিঞ্ছু মানুষকে শুধু এটুকু বলার, রণের নেগেটিভিটি বন্ধ হোক। দয়া করে এটা করবেন না। আমি সব ছবির ক্ষেত্রেই বলছি। দেখে খারাপ লাগে একটা অদ্ভুত কাদা ছোড়াছুড়ি। চারটে ছবির ভাল চলা দরকার। একা কেউ কিছু করতে পারবে না। একা ইন্ডাস্ট্রি কেউ টানতে পারবে না। যে হলগুলিতে যে বাংলা ছবিই লাগুক না কেন, ব্যবসা দরকার। আর সেই ব্যবসাটা হল-মালিকদের মুখে হাসি ফোটায়। নাহলে ক্ষতি বাংলা সিনেমার ক্ষতি।"
সিনেমা-হলে কেমন অভিজ্ঞতা অঙ্কুশের?
অভিনেতার কথায় যদি বাংলা ছবি নিয়ে এধরণের কুৎসা রটে তাহলে আবার প্রাইম টাইম শো নিয়ে লড়াই শুরু হয়ে যাবে। কারণ, ব্যবসা না দিলে হলমালিকরা আবার ছুটবেন হিন্দি ছবির দিকে। তবে, রক্তবীজের মুনির, সব সিনেমার দর্শকদের থেকেই যে ভালবাসা পেয়েছেন সেটাই জানালেন অকপটে। তার কথায়, "নন্দনে রক্তবীজ ২ এর হল ভিজিটে গেলাম। যারা দেবী চৌধুরানী দেখে বেরলেন সকলে এত ভালবাসা দিলেন। তাঁদের সঙ্গে সেলফি তুললাম। আবার যারা রঘু ডাকাত দেখবে বলে দাঁড়িয়ে ছিলেন, তাঁরাও অনেক ভালবাসা দিলেন। সাধারণ মানুষের কিচ্ছু যায় আসছে না, তাঁরা সবকটা ছবি নিজের মতো করে দেখছেন। আর সোশ্যাল মিডিয়ায় সব খেয়ো খেয়ী করে মরছে। কিচ্ছু খারাপ হচ্ছে না। আপনারা নেগেটিভিটি ছড়ানো বন্ধ করুন।"
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us