Advertisment
Presenting Partner
Desktop GIF

Ankush Hazra: 'বাংলায় তো কাজের অভাব, যদি এভাবে দু-চারশো কামানো যায়..', 'মির্জা'র প্রমোশনেই বিতর্ক ঘিরে ধরল অঙ্কুশকে!

Ankush hazra mirza : আর কত কী দেখবেন অঙ্কুশ, যা নয় তাই শুনলেন অভিনেতা...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ankush hazra, ankush hazra news, ankush hazra tollywood, ankush hazra mirza, mirza news, mirza ankish hazra

Ankush Hazra- মির্জার প্রোমোশনে কী ঘটল?

জীবনে যত পুরস্কার পাও না কেন, এর থেকে বড় মাপের কিছু আছে কি? একজন তারকার সবথেকে বড় পাওয়া কোনটা? অঙ্কুশ হাজরা যেন এক মুহূর্তেই পেয়ে গেলেন সেটা।

Advertisment

এতবছর ধরে অভিনয়। মানুষের মনোরঞ্জন করে গিয়েছেন তিনি। আর এতদিন পর তাঁর সবথেকে বড় উপহার পেয়ে গেলেন অঙ্কুশ। অভিনেতা মির্জার প্রমোশন করছেন চুটিয়ে। সামনেই ছবির রিলিজ। তাঁর প্রোডাকশনের এটি প্রথম ছবি। সঙ্গে রয়েছে মুসকান ঐন্দ্রিলা।

একসঙ্গে অনেক ছবি করেছেন তারা। আর এবার যখন অঙ্কুশ নতুন শুরু করতে চলেছেন তখন ঐন্দ্রিলা পাশে না থাকলে হয়? আর এবার প্রমোশনের মাঝেই অঙ্কুশের সঙ্গে ঘটল এক মিষ্টি ঘটনা। অভিনেতা, গাড়ি থেকে নামতেই ছুটে এলেন এক ব্যক্তি। অঙ্কুশকে দেখে জড়িয়ে ধরলেন।

শুধু যে জড়িয়ে ধরলেন এমন না, বরং হাউহাউ করে কেঁদে উঠলেন। আর তাঁকে থামাতে অঙ্কুশ নিরুপায়। তাঁকে মাথায় হাত দিয়ে কান্না থামানোর চেষ্টা করলেন। শুধু তাই নয়, বারবার তাঁকে আশ্বস্ত করলেন যে অঙ্কুশ সবটাই বুঝতে পেরেছেন। আর সেই ব্যক্তি... অঙ্কুশকে জড়িয়ে বলতে লাগল,

আজকে আমার গুরুদেব দর্শন। কেঁদে কেঁদে সে বলতে লাগল যে অঙ্কুশদার সব সিনেমা দেখেছি। এদিকে, এই ভিডিও চোখে আসতেই নেটপাড়ায় একদল নানা কথা বলেন...তাদের কথায়, কী নাটক! অঙ্কুশকে ধরে নাকি কাঁদছে। আবার কেউ বললেন, নিশ্চই পয়সা দিয়ে ভাড়া করা ফ্যান। আবার কেউ বললেন, ওভার এক্টিং এর ৫০ টাকা কেটে নিয়েছে সবাই। আবার কেউ বললেন, বাংলায় তো কাজের অভাব! যদি কিছু পায় এসব করে, ২০০-৪০০!

tollywood Ankush Hazra Entertainment News
Advertisment