/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/11/mrigaya.jpg)
সমুদ্র সৈকতে নিঁখোজ পাঁচ বন্ধুকে উদ্ধার করবেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। না, বাস্তবে নয়! বরং সিনেপর্দায় অঙ্কুশকে দেখা যাবে এই ভূমিকায়।
দিন কয়েক আগেই নতুন ছবি ঘোষণা করার ইঙ্গিত দিয়েছিলেন অঙ্কুশ হাজরা। তবে বিশদে কিছু জানাননি সেসময়ে। আজ, বুধবার নতুন ছবির নাম ঘোষণা করলেন অভিনেতা। ছবি নাম 'মৃগয়া' আক্ষরিক অর্থ 'শিকার'। আদতে, শিকারেই যাচ্ছেন অঙ্কুশ। সিনেমার নামেই রয়েছে গল্পের ইঙ্গিত।
তা গল্পটা কীরকম? এক ছুটিতে গোকুলপুরের রহস্য সৈকতে বেড়াতে যায় ৫ বন্ধু- স্যাম, জো, রিকি, আইভি ও ঝোড়া। এরপরই নিখোঁজ হয়ে যায় পাঁচ বন্ধু। সম্ভ্রান্ত, বিত্তশালী পরিবারের পাঁচ ছেলেমেয়ে। এদের মধ্যে একজনের দাদা আবার মন্ত্রীও। কীভাবে ঘুরতে গিয়ে হারিয়ে যায় তাঁরা? তাহলে কি এই ৫ বন্ধুর নিরুদ্দেশ হওয়ার নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছেন? সেই রহস্য উদঘাটনের দায়িত্ব পড়ে একজন স্পেশ্যাল টাস্ক ফোর্স অফিসারের উপর। যে বিশেষ চরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। গল্পে তাঁর চরিত্রের নাম অঞ্জন সেনগুপ্ত। অঙ্কুশের বিপরীতে অভিনয় করবেন দর্শনা বণিক (Darshana Banik)। স্থানীয় পুলিস অফিসারেরর ভূমিকায় রয়েছেন অভিনেতা সুব্রত দত্ত। যার চরিত্রের নাম মাইতি।
রহস্য-রোমাঞ্চে ভরপুর এই সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছে শৌভিক ভট্টাচার্য। ছবির নাম 'মৃগয়া: প্রথম অধ্যায়'। প্রসঙ্গত, টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে এর আগে কখনও এমন চরিত্রে দেখা যায়নি। রোম্যান্টিক হিরোর ভূমিকায় এর আগে তাঁকে দেখা গেলেও এই প্রথম কোনও চ্যালেঞ্জিং পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তা 'মৃগয়া: প্রথম অধ্যায়' ছবিতে পেশ্যাল টাস্ক ফোর্স অফিসারের ভমিকায় কেমন লাগছে অঙ্কুশকে দেখতে? সেই লুক ইতিমধ্যেই নির্মাতাদের তরফে প্রকাশ করা হয়েছে। মুক্তি পাবে আগামী বছর।
My next .. #Mrigaya PART-1 get ready for a thrilling experience in 2021.. need ur best wishes .. ???? @darshanabanik@souvikb2009 .. pic.twitter.com/BNpAdxx018
— ANKUSH #Magic (@AnkushLoveUAll) November 4, 2020