/indian-express-bangla/media/media_files/2025/09/04/ankush-2025-09-04-15-08-46.jpg)
Exclusive Ankush: যা শোনালেন অভিনেতা...
একজন মানুষ যদি নিজের জীবনের সব অ্যাচিভমেন্টের উপরে গিয়ে এটা শোনেন তিনি একজন ভাল মানুষ, তখন তাঁর কী প্রতিক্রিয়া হয়? মানুষ হিসেবে এখন বেশ আলোচনায় অঙ্কুশ। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে নানা ধরণের সমালোচনা হয়েই থাকে। তবে, এবার অঙ্কুশের মনুষ্যত্ব নিয়ে আবারও কথা। কিছুদিন আগেই তাঁকে ডেকে পাঠিয়েছে ইডি। একটি বেটিং অ্যাপ কান্ডে ইডির শীর্ষকর্তারা তলব করেছে তাঁকে।
সম্প্রতি, একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। লাখ টাকার লক্ষীলাভ - অনুষ্ঠানে গিয়েছিলেন অঙ্কুশ। সেখানেই তাঁকে দেখা গেল, উপস্থিত নারীদের বলছেন, "আমার তরফে উনাদের সকলকে আমি ৫০ হাজার করে দেব।" হঠাৎ কেন এমনটা বলতে গেলেন অঙ্কুশ? তাঁর ইচ্ছে হল নাকি, এর আড়ালে কোনও রহস্য রয়েছে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অঙ্কুশের কাছে ফোন যেতেই কী বললেন তিনি?
অভিনেতার কথায়, " না না। আসলে, ওদের খুবই প্রয়োজন অর্থের। শো -টা খুব ভাল। আমার কন্সেপ্ট খুব ভাল লেগেছিল। কিন্তু, ওদের গল্প শোনার পর, আমার এটাই মনে হয়েছিল, ওদের যেটুকু দেওয়া হয়, সেটাও কম। আমি যদি কিছু সাহায্য করতে পাড়ি। ওদের জীবনের যা যন্ত্রণা। আমার চোখে জল চলে এসেছিল।" কিন্তু সমস্ত প্রসিডিওর কি সম্পূর্ণ? অভিনেতাকে বলতে শোনা গেল...
"হ্যাঁ। আমার চ্যানেলকে বলা আছে। আমি বলে দিয়েছি, এই সেপ্টেম্বরের মধ্যে আমি কমপ্লিট করে দেব বিষয়টা।" অঙ্কুশ এখন মনুষ্যত্বের প্রতিক। তিনি যা করেছেন, অনেকেই পারেন না। সাহায্য করাও সম্ভব হয়ে ওঠে না অনেকের পক্ষে। কিন্তু, অভিনেতার গলা কেঁপে উঠল, সেসব দিনের কথা স্মরণ করে, যখন তাঁর ছোটবেলায় অভাব অনটন দেখে তিনি বড় হয়েছেন। বললেন, আমি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়নি। এসব দিন আমি দেখেছি। ছোটবেলায় মায়ের কাছে যখন আবদার করতাম মটন খাব, মা ভাবতেন কী করে পয়সা জমাবেন। সঙ্গে সঙ্গে কিচ্ছু পাইনি আমি। মা-বাবা অনেক কঠিন সময় দেখেছেন। এইভাবে আমি বড় হয়েছি। আমি জানি, এখনের যুগে কী অবস্থা। আমি যা কন্ট্রিবিউট করেছি, তাতে কিছুই হয়তো হবে না। খুব সামান্য সাহায্য এটা। কিন্তু, আমার খুব খারাপ লাগে।"
তবে, তাঁর এই ভিডিও লোকনজরে পরতেই কেউ কেউ এমন মন্তব্য করলেন, এই কারণেই ইডি তাঁকে ডেকে পাঠায়। অঙ্কুশের সামনে এই প্রশ্ন রাখতেই তিনি মুচকি হাসলেন। বললেন, "আমার কষ্টের রোজগারের টাকায়, নিজে আনন্দ-ফুর্তি না করে ওই মানুষগুলোকে দিতে আমার ভালই লাগে। এবং সেটার জন্য আমায় যে ডাকবে ডাকুক।"