scorecardresearch

অন্যদের সঙ্গে প্রেমালাপ! প্রকাশ্যে অঙ্কুশকে তুইতাকারি ঐন্দ্রিলার, জ্ঞান হারালেন অভিনেতা?

হঠাৎ কী হল দুজনের মধ্যে?

ankush hazra, oindrila sen, ankush-oindrila
অঙ্কুশ-ঐন্দ্রিলার কীর্তি

স্টেজে বুক ধড়ফড় করে অজ্ঞান অঙ্কুশ। চারিদিকে এত প্রেমের মাঝে অঙ্কুশের যায় যায় অবস্থা। এদিকে, কী এমন দেখে সোজা তুই তুকারি শুরু করলেন ঐন্দ্রিলা। আবার কী কাণ্ড ঘটালেন অঙ্কুশ?

ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে অঙ্কুশ সকলের সঙ্গেই ফ্লার্ট করে থাকেন। কখনও শুভশ্রী আবার কখনও পূজা, কিন্তু এসবের মাঝে নিজের প্রেমিকা অর্থাৎ ঐন্দ্রিলাকে এক্কেবারে বেমালুম ভুলে গেলেন তিনি? ভালবেসে পূজাকে পুজি বলেও ডাকতে শোনা যায় তাঁকে। এদিকে, যখন পূজার সঙ্গে প্রেমালাপ করতে ব্যস্ত অঙ্কুশ, তখনই স্টেজে হাজির ঐন্দ্রিলা। তাঁকে সামনে দেখেই বুকে ব্যথা, অজ্ঞান হয়ে পড়ে গেলেন অঙ্কুশ! তারপর?

এদিকে, তাঁর কিছুক্ষণ আগেই অঙ্কুশ-পূজার সেই কেমিস্ট্রি দেখার মত। দুজনেই পড়েছেন লাল রঙের পোশাক। অঙ্কুশের ভালবাসার টানে পূজাকে এমনও বলতে শোনা গেল, “তুই ঐন্দ্রিলাকে মানিয়ে নে, আমিও আমার বরকে মানিয়ে নেব”। যদিও এই সিজন না, গতবারের সিজনেও প্রতিযোগীদের সনবগে ফ্লারট করতে দেখা গিয়েছিল অঙ্কুশকে।

এরপরেই একের পর এক তথ্য ফাঁস করতে থাকেন শুভশ্রী। ঐন্দ্রিলা নিজেও কম যান না। অঙ্কুশকে সোজা চ্যালেঞ্জ ছুড়লেন, ড্যান্স বাংলা ড্যান্স এ যে চেয়ারে তিনি বসেন, সেটি আজ থেকে ঐন্দ্রিলার। পরবর্তীতে অঙ্কুশের একটাই জিজ্ঞাস্য, ‘তাহলে আমার জায়গা?’ এবারও বোমা ফাটালেন ঐন্দ্রিলা। বললেন, “যেটা বাড়িতে থাকে, সেটা এখানেও”। ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন পায়ের নীচে। আর এই কথা শোনার পরেই হাসির রোল গোটা শুটিং ফ্লোরে। এমনকি এরপর থেকেই সকলকে দিদি বলে ডাকতে শুরু করলেন অঙ্কুশ।

উল্লেখ্য, লাভ ম্যারেজ ছবিটি নিয়ে নানান ভাবে প্রমোশন করেছেন অঙ্কুশ। এই ছবিতেও ঐন্দ্রিলার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। বাস্তবে বিয়ে কবে করছেন এই নিয়েও তাঁদের কম প্রশ্ন শুনতে হয় না। এখন গাঁটছড়া কবে বাঁধেন সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ankush oindrila fun actress said ankush stayed in feet