Advertisment

রঞ্জিত মল্লিককে নিয়ে ঠাট্টা! 'একদম মশকরা নয়..' অঙ্কুশকে ধমক দিলেন কোয়েল

অঙ্কুশকে কী বললেন মেয়ে কোয়েল?

author-image
Anurupa Chakraborty
New Update
koel mullick, ranjit mullick, ankush hazra

কোয়েল-অঙ্কুশের বাক-বিতন্ডা

সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয় অঙ্কুশ। আর নানান বিষয়ে তাঁর মসকরা লেগেই আছে। যদিও সেইসব বিষয় নিদারুণ উপভোগ করেন তাঁর অনুরাগীরা। কখনও অন্য তারকাদের সঙ্গে মজা করেন আবার কখনও ফ্যানদের সঙ্গেও। এবার যাকে নিয়ে মজা করলেন সেই দেখে ভয়ে জড়োসড়ো খোদ কোয়েল মল্লিক!

Advertisment

লিমিট ক্রস করছেন অঙ্কুশ? পাঙ্গা নিচ্ছেন সকলের সঙ্গে? কী কাণ্ড ঘটিয়েছেন আবার? অঙ্কুশের মজা করার পাত্র এবার রঞ্জিত মল্লিক! এই দুঃসাহস দেখিয়েছেন অভিনেতা? সেইজন্যই নিজের মুখ খুলেছেন কোয়েল। আসলে, অঙ্কুশের নতুন ছবি লাভ ম্যারেজে অভিনয় করছেন রঞ্জিত মল্লিক। যাতে তাঁর বাবার ভূমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। বেশ আরাম করে কেদারায় বসে আছেন রঞ্জিত মল্লিক। সেই ছবি শেয়ার করেই অঙ্কুশ লিখছেন...

"আলাপ করিয়ে দি। আমার বাবা। মহিম সান্যাল। নিজের ছেলের রাতের ঘুম উড়িয়ে এমন শান্তিতে স্টাইল মেরে বসে আছেন যেনো রঞ্জিত মল্লিক। যাই হোক এই ১৪ই এপ্রিল জিতবো তো আমরাই"। অঙ্কুশের এই মন্তব্য চোখে পড়তেই ডাক দিলেন কোয়েল। সোজা বললেন, "উনার সঙ্গে পাঙ্গা নিও না। মুশকিলে পড়বে। যাক গে, দেখা যাক কি হয়..", বলেই হাসির ইমোজি জুড়েছেন অভিনেত্রী।

নিজের বাবাকে নিয়ে সবসময়ই মজা করেন কোয়েল। বাবার সঙ্গে যেমন মধুর সম্পর্ক, তেমনই তাঁর সঙ্গে ঝগড়া ঝাটিও লেগেই থাকে। কিন্তু এখানেই শেষ নয়! অঙ্কুশ এক ইঞ্চিও জায়গা ছাড়লেন না, সোজা কোয়েলকে বললেন..."আমার বাবা এতই ফেমাস হয়ে গেছেন যে কোয়েল মল্লিক তাঁকে নিয়ে কথা বলছেন? ম্যাম আপনি জানেন না ওনার কীর্তি, আপনার সঙ্গে কীভাবে দেখা হবে জানিনা কিন্তু হলে আপনাকে সব বলব"। 

দুই তারকার এই রসিকতায় ভরা কথোপকথন নিদারুণ উপভোগ করেছেন সকলে। কেউ কেউ তো অঙ্কুশকে বাহবা দিলেন, আবার কেউ কেউ এও বললেন, আপনাদের জন্যই তো বর্ষীয়ান শিল্পীদের অভিনয় দেখতে পাই। কুর্নিশ জানাই আপনাকে।

tollywood Ankush Hazra koel mallick Entertainment News
Advertisment