scorecardresearch

প্রেমের সপ্তাহে ঠোঁটে ঠোঁট, তবু ভেস্তে গেল ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে, ভয়ঙ্কর দুঃসংবাদ দিলেন অঙ্কুশ

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে হচ্ছে না? মন খারাপ অনুরাগীদের

Ankush Hazra, Oindrila Sen, Ankush Oindrila, Ankush Oindrila marriage, Tollywood news, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ ঐন্দ্রিলা, অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে, টলিউডের খবর
অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে বাতিল?

১২ বছরের প্রেম। বিয়ে কবে হচ্ছে অঙ্কুশ-ঐন্দ্রিলার? টলিউডের অন্দরমহল থেকে অনুরাগীদের সকলের মনে উঁকি দিয়েছে এই একটাই প্রশ্ন। বহুবার এমন প্রশ্নের মুখোমুখিও হয়েছেন তারকাজুটি। তবে বিয়ে নিয়ে দুজনের কেউই কখনও পুরোপুরি খোলসা করেননি। এবার প্রেমের সপ্তাহে এ কেমন খবর দিলেন অঙ্কুশ?

প্রায় ১ যুগের সম্পর্ক কবে ছাদনাতলায় যাবে? সেই কৌতূহলে যখন অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই টলিপাড়ার নায়কের ঘোষণা- “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না..।” এখানেই অবশ্য থামেননি অঙ্কুশ। বললেন, “এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।”

আসলে ভ্যালেন্টাইস -ডে’র দিনই অঙ্কুশের জন্মদিনয প্রতিবছর বন্ধুবান্ধবদের নিয়ে হুল্লোড় করে এই দিনটা উদযাপন করেন অভিনেতা এবং প্রেমিকা ঐন্দ্রিলা। শুটের অবসরে আবার কখনও দেশে কিংবা বিদেশে বেড়িয়ে যান ঘুরতে। তাঁদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তাই তো দুই প্রিয় তারকার চার হাত এক করার এত তাড়া তাঁদের! তবে অঙ্কুশের নতুন ঘোষণায় যেন তালগোল পাকিয়ে গেল সব।

তবে যে ছবি দিয়ে পোস্ট করেছেন, তাতে জল্পনাও তুখড়। বিয়েটা হচ্ছে না হচ্ছে না? .. জানার জন্যে যেন আর তর সইতে পারছেন না অনুরাগীরা। কমেন্ট বক্সে চোখ রাখলেই তা বেশ বোঝা যাচ্ছে। আর এসবের মাঝেই বন্ধু সাহেব ভট্টাচার্য বললেন, “প্রথম লাইনটা বলে আর কাকিমার টেনশনটা বাড়াস না।” তবে পোস্টের ছবি তো বলছে অন্য কথা।

[আরও পড়ুন: শুটিং মাথায়! TRP ফেরাতে ভাসুর সোমের সঙ্গে ‘ঝুমে জো পাঠান’ নেচে কেল্লাফতে মিঠাইয়ের, দেখুন]

প্রসঙ্গত, সামনে অঙ্কুশ-ঐন্দ্রিলার হাতে এখন বহু কাজ। দিন কয়েকের মধ্যেই মুক্তি পাবে ঐন্দ্রিলা অভিনীত পয়লা ওয়েব সিরিজ শ্বেতকালী। অন্যদিকে সদ্য মুক্তি পাওয়া অঙ্কুশের ওয়েব সিরিজ শিকারপুর দারুণ প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি হাতেও রয়েছে একাধিক প্রজেক্ট। তবে পোস্টে ‘বাকিটা ব্যক্তিগত’ বলতে অঙ্কুশ কী বোঝাতে চেয়েছেন, এবার সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ankush shares private photo with oindrila give updates on marriage