ফের উত্তাল বাংলাদেশ, দিকে দিকে আগুন জ্বলছে পদ্মাপাড়ে। যারা সরকার তরফের বিরোধিতা করছেন কিংবা ইউনূস সরকারকে নিয়ে, নানা মন্তব্য করছেন তাঁদের ধরপাকড় শুরু হয়েছে। গ্রেফতার করা হচ্ছে বিখ্যাত সব ব্যক্তিত্বদের। গতকাল রাতে শাওনকে গ্রেফতার করার পর, আজ আবারও এক গ্রেফতার।
বাংলাদেশের অভিনেত্রী সোহানা সাবা তিনিও গ্রেফতার। অভিনেত্রীকে রাষ্ট্রদ্রোহ বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই আটক করেছে বাংলাদেশ পুলিশ। এবং তাঁকে ঢাকার ডিবি অফিসে নিয়ে গিয়ে নানা বিষয়ে প্রশ্ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক রিলেসন অফিসারের তরফে জানানো হয়েছে, অভিনেত্রীকে কেবল জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে।
যেদিন বঙ্গবন্ধুর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হল, সেদিন সোহানা সমাজ মাধ্যমে লিখেছিলেন, "বাচ্চারা! ভয় পেয়েচ..? সেম টাইমেই “৩২” গুড়িয়ে দিবে? আমরা একি জিনিস বারবার নষ্ট হবার ভয় পাই না..।" আর সরকার পক্ষকে নিয়ে নানা কথা বলছিলেন তিনি। সেকারণেই যে তাঁকে রাষ্ট্রের বিরুদ্ধে বিরোধিতা মামলায় গ্রেফতার করা হয়েছে একথা পরিষ্কার।
একথা অজানা নয়, গতকাল প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী শাওনকে ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ এমনই, তিনি নাকি রাষ্ট্রদ্রোহ মামলায় জড়িত। এমনকি তাঁর বাড়িও নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। শাওনের মত সোহানা নিজেও, কিন্তু যথেষ্ট সরব ছিলেন সমাজ মাধ্যমে। যদিও বা, অভিনেত্রী নিজের সমাজ মাধ্যম থেকে ক্রমাগত পোস্ট করে যাচ্ছেন।
উল্লেখ্য, শেষ কিছুদিনে গোটা বাংলাদেশ জুড়ে যা চলছে, সেকথা অনেকেই জানেন। এমনকি ধানমন্ডিতে মুজিবুর রহমানের বাড়ি ভেঙ্গে দিতেই মুখ খুলেছিলেন শেখ হাসিনাও।