Anshula Kapoor-Rohan Thakkar Engagement: একদিকে যখন বিটাউনে শোকের ছায়া, তখন অন্যদিকে আনন্দের জোয়ার কাপুর পরিবারে। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর থেকে কাঁটা লাগা গার্ল শেফালির জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ টিনসেল টাউন। এর মাঝে খুশি উদযাপনে ব্যস্ত বনি কাপুরের পরিবার। বাগদান সেরেছেন তাঁর আদুরে কন্যা অনশুলা কাপুর। দীর্ঘদিনের প্রেমিক রোহন ঠাক্ককের সঙ্গে নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে হয়ে গেল আংটি বদল। ইনস্টাগ্রামে সই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেছেন তাঁরা। প্রিয়তমার সামনে হাঁটু মুড়ে বসে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোহন। স্বপ্ন পূরণের প্রথম ধাপে পা রেখেই আবেগে ভাসছেন অভিনেত্রী। একে অপরের সঙ্গে ভালবাসায় একেবারে গদগদ। সোশ্যাল মিডিয়া পোস্টে রয়েছে তারই ঝলক। ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে জীবনের নতুন অধ্যায় সেলিব্রেট করেছেন অনশুলা-রোহন।
ইনস্টাগ্রাম পোস্টে অনশুলা জানিয়েছেন কী ভাবে রোহনের সঙ্গে ডেটিং অ্যাপে তাঁর পরিচয়। কাপুর তনয়া লিখছেন, 'একটি ডেটিং অ্যাপে আমাদের আলাপ হয়। মঙ্গলবার রাত সোয়া একটা থেকে আমাদের কথা বলা শুরু হয়। পরদিন ভোর ছ'টা পর্যন্ত দুজনের কথাবার্তা চলে। পরস্পরেরই মনের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়। তিন বছর পর আমার প্রিয় শহর নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কের দুর্গের সামনে আমাকে প্রপোজ করল।' রোহনের সঙ্গে সাক্ষাৎয়ের আগে কখনও রূপকথার গল্পে বিশ্বাসী ছিলেন না অনশুলা।
মনের কথা বলতে গিয়ে লেখেন, 'ভারতীয় সময় রাত সোয়া একটার সময় যেন পুরো পৃথিবী থমকে গেল আর আমার জীবনে এল একটা ম্যাজিক্যাল মোমেন্ট। বাড়ির মতো একটা ভালবাসা অনুভব করলাম। আমি কোনওদিন রূপকথার গল্পে বিশ্বাস করতাম না। তবে রোহন সেদিন আমার জীবনকে ধন্য করে দিয়েছে। আমি আমার প্রিয় বন্ধুর সঙ্গে জীবন জুড়ছি!! এটা আমার শান্তির জায়গা, আমার প্রিয় পুরুষ, প্রিয় শহর আর এখন তো আরও বেশি প্রিয়।'
বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পর রোহনের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। তাঁদের একসঙ্গে ছুটি কাটানো, ঘুরতে যাওয়া, খাওয়াদাওয়ার নানা রঙিন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেন।
ভাই অর্জুন কাপুরের সঙ্গও একত্রে ছুটি কাটিয়েছেন। ২০২৩-এ আনুষ্ঠানিকভাবে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন অনশুলা কাপুর। রোহন পশায় একজন স্ক্রিপ্ট রাইটার বা চিত্রনাট্যকার।
আরও পড়ুন ভিন ধর্মে বিয়েতে চরম অশান্তি-কটাক্ষে জেরবার, প্রথম বিবাহবার্ষিকীতে গদগদ জাহির-সোনাক্ষী