Anu Aggarwal On 90's Bollywood: সালটা ছিল ১৯৯০। সেই বছর মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকবাস্টার মুভি আশিকি। রাহুল রয়-অনু আগারওয়ালের রোম্যান্টিক প্রেমকাহিনি নয়ের দশকের দর্শকের হৃদয় ছুঁয়েছিল। মাঝে কেটে গিয়েছে এতগুলো বছর। তৈরি হয়েছে আশিকি ২। মুক্তির অপেক্ষায় আশিকি ফ্রাঞ্চাইজির তৃতীয় পর্ব, আশিকি ৩। তবুও, প্রথমপর্বের জৌলুসকে টেক্কা দিতে পারেনি। সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনু আগরওয়াল নয়ের দশকে বলিউডের পরিস্থিতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। প্রকাশ্যে বলেছেন, সেই সময় বলিউডের অর্থের জোগান হত 'আন্ডারওয়ার্ল্ড' থেকেই। নাম নিয়েছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিমেরও। অনু আগরওয়াল দাবি করেছেন, বলিউডের উপর তাঁদের মতো মানুষজনের একচেটিয়া প্রভাব ছিল। ওই পরিস্থিতিকে 'নোংরা ব্যবসা' বলে কটাক্ষ করেছেন অভিনেত্রী অনু আগরওয়াল।
এই মুহূর্তে বলিউডের পরিস্থিতি কেমন সেই বিষয়ে তিনি ওয়াকিবহাল নন। তবে নয়ের দশকের 'আন্ডার টেবিল সেটিং' নিয়েও কথা বলতে দুবার ভাবেননি অনু। সিনেমায় বিনিয়োগ করতেন 'আন্ডারওয়ার্ল্ড'-এর মানুষজনই। পিঙ্কভিলাকে তিনি বলেন, 'তখন তো আন্ডার টেবিল সেটিং হত। দাউদ ইব্রাহিমের মতো মানুষরাই তো সিনেমায় বিনিয়োগ করতেন। আন্ডারওয়ার্ল্ড থেকেই পর্যাপ্ত অর্থ আসত। এটা একদম অন্যরকম একটা পরিস্থিতি ছিল।' আশিকির মতো সুপারহিট ছবিতে কাজ করেও সম্পূর্ণ পারিশ্রমিক পাননি অনু আগরওয়াল। সাক্ষাৎকারে এসে পুরনো কথা ফাঁস করে দিলেন অভিনেত্রী। তিনি বলেন, 'আমি তো আজও আশিকি-র ৪০ শতাংশ পারিশ্রমিক পাইনি। ৬০ শতাংশ পেয়েছিলাম।'
আশিকি-র পর গজব তামাসা, কিং আঙ্কেল, রাম সস্ত্র সহ একাধিক ছবিতে অভিনয় করেছিলেন। অনু অভিনীত শেষ ছবি ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত রিটার্ন অফ জুয়েল। থিফ। ১৯৯৯ সালে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। একটানা ২৯ দিন কোমায় দিলেন অনু আগরওয়াল। এরপর আর কখনও বড় পর্দায় দেখা যায়নি আশিকি খ্যাত অভিনেত্রীকে। আশিকি-র পর রাতারাতি স্টার হয়ে যান অনু। শাহরুখের প্রসঙ্গ টেনে বলেন, আজকের দিনে কিং খানের বাড়ির বাইরে যেমন ভক্তরা ভিড় জমায় সেই সময় তাঁকে এক ঝলক দেখার জন্য ঠিক সেইরকমই ভিড় হত। বিরাট ফ্যান ফলোয়ার্স ছিল অনু আগরওয়ালের।
স্মৃতিচারণা করে বলেন, 'তখন একা ঘুরে বেরানো বা বাইরে যাওয়া অসম্ভব ছিল। বিল্ডিংয়ের নীচে অনুরাগীরা দাঁড়িয়ে থাকতেন। তবে সৌভাগ্যবসত ওটা MLA-MP-দের বিল্ডিংয় ছিল। তাই সেখানে সর্বত্র পুলিশি পাহাড়া থাকত। শুধুমাত্র আমার বাড়ি দেখার জন্য ভক্তরা বিভিন্ন জায়গা থেকে আসতেন। ঠিক এখন যেমন শাহরুখের জন্য ভক্তরা আসেন। আমার সঙ্গেও এমনটাই হত। আর আমি সেখান থেকে পালিয়ে যেতাম।'
আরও পড়ুন মূত্রই 'অমৃত'! রিঙ্কেলমুক্ত ঝকঝকে ত্বক পেতে ইউরিন থেরাপি-তে বিশ্বাসী কোন অভিনেত্রী?