ফের দুঃসংবাদ। প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনুপ ঘোষাল প্রয়াত। বিখ্যাত সব গান্বর সুর আজ ফিকে। আকাশে বাতাসে শোকের ছায়া।
শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। শোকপ্রকাশ করেছেন গতারকাসদের অনেকেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। কিছুবছর আগে রাজনীতির সঙ্গে জুড়েছিলেন। উত্তরপাড়ার ত্রিনমুল কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনি। শিল্পী নানা ছবিতে গান গেয়েছেন। বেশ কিছু ছবির সঙ্গীত পরিচালনাও করেছেন।
শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী খোদ। তিনি লিখছেন, বিশিষ্ট সঙ্গীতশিল্পীর প্রয়াণে আমরা শোক প্রকাশ করছি। আজ কলকাতায় প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। নজরুল গীতি ছাড়া নানা ভাষায় গান গেয়েছেন।
পরিবার থেকেই গানের শুরু। যেখানে বড় হয়েছেন সেখানেই গানের আবহ। বাবা এবং মা দুজনেই গানের মানুষ। চারবছর বয়স থেকে গান শিখতে শুরু করেছিলেন। বেলা ১টা ৪৫ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শরীর ভাল ছিল না। তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। ২০১১ সালে জিতেই বিধায়ক পদে বসেন তিনি।