Advertisment

বাঙালি অভিনেতাদের জোর টেক্কা, 'বিশ্বকবির' ভূমিকায় অনুপম খের!

সাংঘাতিক মেকআপ, চেনাই দায় অভিনেতাকে!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rabindranath tagore, Anupam kher, Anupam kher as rabindranath tagore, anupam kher actor, Anupam kher news, Anupam kher bollywood, Anupam kher update, রবীন্দ্রনাথ ঠাকুর, অনুপম খের, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

অনুপমের প্রত্যাবর্তন

তাঁকে নিয়ে বাঙালির সাংঘাতিক আবেগ। তিনি রবিঠাকুর বলে কথা। তাঁর সৃষ্টিকে নিয়ে ছোট্ট একটি ভুলও ক্ষমা করেন না কেউ। আর এবার, সম্পূর্ন রবিঠাকুরকে পর্দায় ফুটিয়ে তুলছেন এক বলিউড অভিনেতা। তিনি অনুপম খের।

Advertisment

রবীন্দ্রনাথ ঠাকুরের ভুমিকায় দেখা যেতে চলেছে তাঁকে। শুধু তাই নয়, যেমন অনবদ্য মেকাপ, তাঁকে লাগছেও দারুণ। ভুল করেও বলা সম্ভব নয় যে তিনি অনুপম খের। অভিনেতা নিজেই জানালেন এইখবর। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বললেন, "আমার ৫৩৮ নম্বর প্রজেক্টে আমি কবিগুরুর ভূমিকায় অভিনয় করতে চলেছি। এর থেকে বড় আর কি হতে পারে। আমি ধন্য, আগামীতে এই চরিত্রের প্রসঙ্গে আরও জনাব।"

পরনে লম্বা পাঞ্জাব কোট, সাদা পাকা দাড়ি ঠিক যেমন রবি ঠাকুর দাঁড়াতেন সেভাবেই চেষ্টা করেছেন। যদিও, ছবির নাম এখনও কিছু জানান নি তিনি। অনুপমকে দেখে থমকে গিয়েছেন অনেকে। তাঁরা যেন রীতিমতো অবাক। অনেকেই বলছেন, চেনাই যাচ্ছে না আপনাকে।

নিজের আইকনিক রোলের জন্য সবসময়ই পরিচিত অনুপম। কখনও মনমোহন সিং হিসেবে তাঁকে দেখা গিয়েছে। আবার জয়প্রকাশ নারায়নের ভূমিকায় তিনি রয়েছেন কঙ্গনার ইমারজেন্সি ছবিতে। এছাড়াও মেট্রো ইন দিনো ছবিতে একঝাঁক তারকার সঙ্গে দল বেঁধেছেন তিনি।

anupam kher bollywood Entertainment News
Advertisment