scorecardresearch

কালীঘাটে অনুপম খের, বন্ধু সতীশের আত্মার শান্তি কামনায় করলেন বিশেষ পুজো

হঠাৎ কলকাতায় কেন এলেন অনুপম?

anupam kher, anupam kher at kalighat, anupam and satish kaushik friendship
কালীঘাটে অনুপম খের

কালীঘাটে পৌঁছলেন অনুপম খের। এক বিশেষ কারণেই শহরে এসেছেন অভিনেতা। মা কালীর আরাধনা শেষে এক বিশেষ বার্তা দিলেন। সকলের সঙ্গে কুশল বিনিময় করলেন। তাঁকে দেখে উত্তেজিত মন্দিরে উপস্থিত অন্যরাও।

পরনে লাল রঙের পাঞ্জাবি, গলায় জবার মালা..কালীঘাটে মায়ের দর্শনে গিয়েছিলেন অনুপম। দেবীমূর্তি দর্শন করে আপ্লুত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেই সেকথা জানিয়েছেন তিনি। হঠাৎ করেই বা কলকাতায় কেন তিনি? কালীঘাট পৌঁছে অভিনেতা বললেন…

“আজ কলকাতার মহান কালীঘাট মন্দিরে মায়ের দর্শনের জন্য এসেছিলাম। ভক্তদের সঙ্গে দেখা হল। আমার বন্ধু এবং ভাই সতীশ কৌশিকের আত্মার শান্তির জন্য প্রার্থনা করলাম। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনায় মায়ের কাছে আর্জি জানালাম। মন্দিরে এসে মন প্রসন্ন হয়ে গেছে। এই মন্দিরের যা ইতিহাস, তা আমায় বারবার টেনে এনে। আশা করছি মা সবার মঙ্গল করবেন”।

বন্ধুর সতীশের মৃত্যুর পরেই মায়ের দর্শনে এসেছেন অভিনেতা। তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ পূজো করেছেন। কিন্তু অনুরাগীদের বক্তব্য একটাই, আপনার মুখের সেই হাসিটা নেই স্যার। বন্ধুকে হারিয়ে একেবারেই যে মন ঠিক নেই তাঁর। আবার কেউ কেউ বললেন, মায়ের কাছে এসেছেন যখন তখন মঙ্গল হবেই। একদিকে, বন্ধুকে হারানোর শোক অন্যদিকে কাশ্মীর ফাইলসের একবছরের উদযাপন…সবমিলিয়ে অনুপম এখন কলকাতায়।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Anupam kher at kolkata praying for satish kaushik