'দেশে খান ছাড়া কিছুই নেই..', বিস্ফোরক কঙ্গনা! অনুপমের পাল্টা, 'লোক ধর্ম দেখে হলে যায় না': Anupam Kher reacts to Kangana Ranaut’s tweet on ‘Muslim actors’ | Indian Express Bangla

‘দেশে খান ছাড়া কিছুই নেই..’, বিস্ফোরক কঙ্গনা! অনুপমের পাল্টা, ‘লোক ধর্ম দেখে হলে যায় না’

শাহরুখ খানের ‘পাঠান’-এর ব্যবসা দেখে জ্বলছেন কঙ্গনা রানাউত!

KANGANA RANAUT, SHAH RUKH KHAN, ANUPAM KHER, BOLLYWOOD KHANS, PATHAAN, PATHAAN NEWS, PATHAAN SUCCESS, PATHAAN BOX OFFICE RECORD, PATHAAN SHAH RUKH COMBACK, PATHAAN RECORDS, SRK PATHAAN, PATHAAN BOX OFFICE COLLECTION, PATHAAN HALL LIST, PATHAAN SUCCESS IN MUMBAI, SRK, SRK UNIVERSE, SRK FAN WORLD, শাহরুখ খান, কঙ্গনা রানাউত, অনুপম খের, বলিউডে খান, পাঠান, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, শাহরুখ সলমন, পাঠান রেকর্ড, বলিউডের খবর
কঙ্গনা রানাউতকে বিঁধলেন অনুপম খের

বলিউডের বক্সঅফিসে যে খান-রাই রাজত্ব করছেন, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। ব্যবসার গ্রাফ-ই তার প্রমাণ। এযাবৎকাল দেশে কিংবা বিদেশে সবথেকে বেশি ব্যবসা করা সিনেমাগুলো শাহরুখ, সলমন কিংবা আমির খান-দেরই। তবে বাকি দুই খান-ভাইকে টপকে এবার সেরার রেকর্ড গড়লেন শাহরুখ। সৌজন্যে ‘পাঠান’।

যে সিনেমার সাফল্য দেখে মাথা ঘুরে গিয়েছে কঙ্গনা রানাউতের। অতঃপর কিং খান এবং তাঁর ধর্মকেও বিঁধতে ছাড়েননি অভিনেত্রী। তেলে-বেগুনে জ্বলে কঙ্গনার মন্তব্য, “এই দেশ শুধু খান আর খান-দেরই ভালবেসেছে। খান ছাড়া এই দেশে যেন কিছুই নেই। আর মুসলিম অভিনেত্রীদের প্রতিই বেশি ঝোঁক! তাই একথা বলা সম্পূর্ণ ভুল যে, ভারতে ফ্যাসিবাদ চলে কিংবা মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ানো হয়। ভারতের মতো দেশ নেই এই গোটা বিশ্বে।” কঙ্গনার এমন মন্তব্য নজর এড়ায়নি অনুপম খেরের। এরপরই অভিনেত্রীকে পাল্টা দিলেন প্রবীণ অভিনেতা।

[আরও পড়ুন: বলিউডের ব্লকবাস্টার ছবি, আমিরের ‘দঙ্গল’কে টেক্কা দিল শাহরুখের ‘পাঠান’]

অনুপম খের বলেন, “শিল্প এবং ধর্ম পুরোপুরি আলাদা দুই প্ল্যাটফর্ম। ধর্মের জন্য কেউ সিনেমাহলে যান না। শিল্প দেখতে যান..। একটা সিনেমা দেখার পর কেউ মন্দির, মসজিদ কিংবা গুরুদ্বারে যান না। আপনি যান, আপনার বিশ্বাসের জন্যই। আপনার বিশ্বাস বজায় রাখার জন্য সমস্ত অধিকার আপনার আছে। কিন্তু এভাবে কারও বলা উচিত নয়।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Anupam kher reacts to kangana ranauts tweet on muslim actors

Next Story
‘শাহরুখই একমাত্র রবীন্দ্রনাথের সঙ্গে সহমত…’, ‘পাঠান’কে নিয়ে গর্বিত অনির্বাণ