Anupam Kher: আমিরের উত্তপ্ত অভিযোগ! অভিনেতাকে ঠাণ্ডা করে দিলেন অনুপম

ছবিতে পূজা ভাটও অভিনয় করেছিলেন এবং সেই সময় আমির খান ছিলেন তারকা খ্যাতির দ্বারপ্রান্তে। অনুপম জানান, ক্লাইম্যাক্স দৃশ্য নিয়ে তাদের মধ্যে মতভেদ তৈরি হয়, যা পরে উত্তপ্ত পরিস্থিতির জন্ম দেয়।

ছবিতে পূজা ভাটও অভিনয় করেছিলেন এবং সেই সময় আমির খান ছিলেন তারকা খ্যাতির দ্বারপ্রান্তে। অনুপম জানান, ক্লাইম্যাক্স দৃশ্য নিয়ে তাদের মধ্যে মতভেদ তৈরি হয়, যা পরে উত্তপ্ত পরিস্থিতির জন্ম দেয়।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anupam

কী বলেছিলেন সেদিন অনুপম?

প্রখ্যাত অভিনেতা অনুপম খের সম্প্রতি এক সাক্ষাৎকারে, ১৯৯৩ সালের সিনেমা 'দিল হ্যায় কি মানতা নাহি'-র সেটে আমির খানের সঙ্গে তাঁর তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন। ছবিতে পূজা ভাটও অভিনয় করেছিলেন এবং সেই সময় আমির খান ছিলেন তারকা খ্যাতির দ্বারপ্রান্তে। অনুপম জানান, ক্লাইম্যাক্স দৃশ্য নিয়ে তাদের মধ্যে মতভেদ তৈরি হয়, যা পরে উত্তপ্ত পরিস্থিতির জন্ম দেয়।

ঘটনার সূত্রপাত কীভাবে?

Advertisment

সিদ্ধার্থ কান্নানের সঙ্গে আলাপচারিতায় অনুপম বলেন, "আমির খান আমার অভিনয়ের একটি বিশেষ দিক পছন্দ করেননি। সেই দৃশ্যটিতে আমি এমন একজন বাবার চরিত্রে অভিনয় করছিলাম, যে তার মেয়েকে বিয়ের আসর থেকে পালাতে বলে। আমার কাছে এই সিদ্ধান্ত কেবল একজন 'স্বল্প অস্থির' মানুষই নিতে পারে বলে মনে হয়েছি। তাই আমি চরিত্রটিকে একটি হালকা রসিকতার ছোঁয়ায় ফুটিয়ে তুলেছিলাম। কিন্তু আমির বিষয়টি একেবারেই পছন্দ করেননি এবং সরাসরি পরিচালক মহেশ ভাটের কাছে অভিযোগ করেন।" 

অনুপম আরও বলেন, "ভাট সাহেব আমিরের কথাটা আমাকে বলতেই আমার ভেতরের ন্যাশনাল স্কুল অফ ড্রামার (NSD) সোনার পদকপ্রাপ্ত অভিনেতা জেগে ওঠে। আমি তখন তাঁকে জিজ্ঞেস করি, ‘আপনার কি আমার অভিনয়ে কোনও আপত্তি আছে?’ তিনি না বলায় আমি পরিষ্কার জানিয়ে দিই, তাহলে যেভাবে চলছিল, সেভাবেই চলুক।" 

টাইমস নাউ-কে দেওয়া এক পুরনো সাক্ষাৎকারে অনুপম জানান, "শুটিংয়ের সময় আমির খান আমার অভিনয়ের ব্যাখ্যার সঙ্গে একমত ছিলেন না। তিনি ভাবছিলেন আমি দৃশ্যটিকে ভুলভাবে নিচ্ছি। পরিচালক বিষয়টি আমাকে জানানোর পর, আমি আমিরকে চুপ করাতে একটি ইংরেজি বাক্য ব্যবহার করেছিলাম।” তবে অনুপম পরে বলেন, “আমির ছবির পুরো সময়টাই আমার ওপর বিরক্ত ছিলেন। তখন তিনি নিজের ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ মোড়ে ছিলেন। আমি তাঁকে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই।”

Bollywood Actor aamir khan anupam kher