Advertisment
Presenting Partner
Desktop GIF

মাত্র ৯০ টাকা আয়ে সংসার, রেল স্টেশনে প্রহর গুনতেন অনুপম খের!

জীবনের পাঠ পড়িয়েছিলেন ঠাকুরদাদা, অনুপম বলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anupam kher, anupam kher news, anupam kher bollywood, anupam kher tollywood, anupam kher news, anupam kher life, entertainment news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

অনুপম খের...

তারকা হতে গেলে, কত কী না করতে হয়? শুরুতেই সাফল্য? কজনের হয়? তারকা হওয়ার আগে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তাঁর জলজ্যান্ত উদাহরণ হলেন অনুপম খের।

Advertisment

শুরুতেই না সকলের গড-ফাদার থাকে, না থাকে বিরাট সাইজের বাংলো। মুম্বাইয়ের সমুদ্রতট হোক কিংবা রেল স্টেশন- অভিনেতা হওয়ার আগে অনুপমকে যা পরস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল, তিনিই জানেন। মধ্যবিত্ত না, একদম গরীব বাড়ি থেকে তিনি উঠে এসেছেন। যৌথ পরিবার, একটা ঘরে ১৪ জন থাকতেন তাঁরা।

"বাবাই ছিলেন একমাত্র, যিনি রোজগার করতেন। নব্বই টাকা বেতন ছিল তাঁর। কিন্তু, এসবের মধ্যেই আমরা নিজেদের সুখী অনুভব করতাম। আমার মনে হয়, মানুষ যখন গরীব থাকে তখন সবথেকে বেশি সুখী হয় সে।"…এমনই বললেন অনুপম।

মুম্বাইয়ে এসে মোটেই যাত্রাপথ সুখকর ছিল না। বরং তিনিও দীর্ঘদিন রাস্তায় কাটিয়েছেন। রেল স্টেশনে ঘুমাতেন শেষ ট্রেন ছেড়ে যাওয়ার পর। আবার প্রথম ট্রেন ছাড়তেই ঘুম ভেঙ্গে যেত তাঁর। একটা সময় পর হয়রান হয়ে গিয়েছিলেন। মনে হয়েছিল, আর নয়। এবার ফিরে যাবেন নিজের জায়গায়, সিমলা কিংবা দিল্লিতে।

এত গরীবের সংসার। কিন্তু…বাবা-মা তাঁকে অভিনয় নিয়ে এগিয়ে যাওয়ার জন্য কোনও কিছুই কার্পণ্য করেননি। একসময় যখন তিনি, সমস্ত ধৈর্য হারিয়ে ফেলেছেন তখনই, তাঁর ঠাকুরদাদা দেখালেন দিশা। কী বলেছিলেন তিনি অনুপমকে?

অভিনেতার কথায়…"আমার ঠাকুরদাদা একটা চিঠি লিখেছিলেন, যেখানে তিনি বললেন, তুমি অনেক কঠিন রাস্তার মধ্যে দিয়ে গিয়েছ। অনেকটা পথ লড়েছ। তোমার বাবা-মা অনেকটাই কষ্ট করেছে। সেই কষ্ট বৃথা যেতে দিও না।" আজও অক্ষরে অক্ষরে সেসব কথা মনে রেখেছেন তিনি।

bollywood tollywood anupam kher Entertainment News
Advertisment