Advertisment

দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের শুটিং শেষ করলেন অনুপম খের

লেখক সঞ্জয় বারুর লেখা বই দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। এই ছবি তৈরি করছেন নবাগত পরিচালক বিজয় রত্নাকর গুট্টে। সঞ্জয় বারু ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের মিডিয়া অ্যাডভাইজর ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের নেপথ্য দৃশ্য শেয়ার করলেন অনুপম খের।

দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের নেপথ্য দৃশ্য শেয়ার করলেন অনুপম খের। ভিডিওতে, অনুপম খের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বেশে এবং পাশে জার্মান অভিনেত্রী সুজান বার্নেট। ছবিতে তিনি সোনিয়া গান্ধির ভূমিকায় অভিনয় করেছেন। কিছুক্ষণ পরেই আবার একটি ভিডিও পোস্ট করে তিনি জানান, আজই শেষ হল ছবির শুটিং।

Advertisment

লেখক সঞ্জয় বারুর লেখা বই দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। এই ছবি তৈরি করছেন নবাগত পরিচালক বিজয় রত্নাকর গুট্টে। সঞ্জয় বারু ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের মিডিয়া অ্যাডভাইজর ছিলেন। ছবিতে রাজনৈতিক ভাষ্যকার সঞ্জয় বারু। পর্দায় এই চরিত্রে দেখা যাবে অভিনেতা অক্ষয় খান্নাকে। মনমোহন সিংয়ের গল্প চিত্রায়িত হবে এই পলিটিক্যাল ড্রামায়। আর এই ভূমিকায় রয়েছেন অনুপম খের। এল কে আদবানির চরিত্রে অভিনয় করবেন অবতার সাহনি, লালুপ্রসাদ যাদবের চরিত্রে অভিনয় করবেন বিমল ভার্মা, এবং শিবরাজ পাতিলের চরিত্রে থাকছেন অনিল রাস্তোগি। এ ছবিতে অভিনয়ের জন্য মনমোহন সিংয়ের ম্যানারিজম বেশ ভালোভাবেই রপ্ত করেছেন অনুপম খের।

বহু বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে এই ছবিকে। ৩৪ কোটি টাকার জিএসটি প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বিজয় রত্নাকর গুট্টে। অনুপম খের অভিনীত আপকামিং ছবি ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার’-এর পরিচালক বিজয় রত্নাকর গুট্টেকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশও দেওয়া হয়েছিল। তবে ৬৩ বছরের এই অভিনেতা আরও একটি ভিডিও পোস্ট করে বলেন, একবছর ধরে এই চরিত্রে অভিনয় করে তার জীবন যাপন অনেক বদলে গিয়েছে।

এর আগেও অনুপম খের বিজয় রত্নাকর গুট্টের এই ছবি নিয়ে দর্শকদের আপডেট করেছেন। এমনকি ছবির কাস্টদেরও তিনিই পরিচয় করিয়েছিলেন শুটিংয়ের স্টিল পোস্ট করে।

Read the full story in English

bollywood
Advertisment