scorecardresearch

বন্ধুর পা ধরে শেষ বিদায়, সতীশ কৌশিকের শেষযাত্রায় কেঁদে আকুল অনুপম খের

বন্ধু বিদায়… সতীশের শেষযাত্রায় সঙ্গী অনুপম

anupam kher touched feet to satish kaushik
বন্ধু বিদায়…

বন্ধুকে হারিয়েছেন, তাঁর থেকেও বলা ভাল নিজের ছোট ভাইয়ের মত একজনে হারিয়েছেন অনুপম। গতকাল সতীশ কৌশিকের মৃত্যুর পরেই মারাত্মক ভেঙে পড়েছিলেন অনুপম খের।

বিকেল ৫টা নাগাদ শেষযাত্রায় সতীশ কৌশিককে নিয়ে যাত্রা করেন কাছের মানুষ এবং বন্ধুরা। সেখানেই হাজির ছিলেন অনুপম নিজেও। যদিও অনিল কাপুরকে দেখা যায় নি বন্ধুর অন্তিম যাত্রা উপলক্ষে। ৪৫ বছরের বন্ধুত্ত্বে ছেদ, হঠাৎ করেই যেন বন্ধুত্ত্বের মধ্যে এক ছন্দপতন। ঠিক যেন না বলেই চলে গিয়েছেন বন্ধু। বেশ কিছুক্ষন নিজেকে সামলে রেখেছিলেন বটে, কিন্তু শেষে আর পারলেন না।

বন্ধুকে শেষবারের মত বিদায় জানানোর সময় আসতেই কেঁদে ভাসালেন অনুপম। পা জড়িয়ে একবার ছুঁয়ে নিলেন তাঁকে। তারপর গাড়িতে উঠতেই চোখের জল র বাঁধ মানল না। সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আমার জীবদ্দশায় সতীশকে নিয়ে লিখতে হবে কোনওদিন ভাবি নি। মৃত্যুর থেকে বড় সত্য আর কিছুই নেই।

চোখে জল মুছে অনুপম জানান, সতীশের বুকে কষ্ট হচ্ছিল। যে বাড়িতে তিনি ছিলেন, সেই বন্ধুকেই সেইমুহূর্তে জানান যে হাসপাতালে যেতে হবে। কিন্তু যাওয়ার সময়েই রাত ১টা নাগাদ হার্ট অ্যাটাক হয় তাঁর। বন্ধুত্ত্ব যেন থমকে গেছে। অনুপমের কথায়, সবকিছু বদলে গেল। এখন আর কিছুই এক থাকবে না।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Anupam kher touched feet to satish kaushik