Anupam Roy on Haridwar death: হরিদ্বারে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বলি বছর সাতের এক শিশু ( Haridwar Child Death )। বাবা মায়ের ভয়ঙ্কর ক্রিয়াকলাপের জেরে প্রাণ গেল তাঁর। ঘটনা ঘিরে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ এই বিজ্ঞানের সমাজে দাঁড়িয়ে এসব কান্ড করতে পারেন যেন ভাবতেও পারা অসম্ভব।
ঘটনায় সারা দেশজুড়ে নিন্দার ঝড়! বাবা মা কী করে এমন কাজ করতে পারেন? এই ঘটনায় মর্মাহত অনুপম রায় ( Anupam Roy ) নিজেও। শিল্পী এবং সুরকার নিজে যেন বিশ্বাস করতে পারছেন না এই ঘটনা। তাই তো, আজকের এই বিশেষ দিনে গতকালের গতকালের ঘটনা নিয়েই সোশ্যাল মিডিয়ায় লিখলেন তিনি। যেখানে, বিজ্ঞান এবং মেডিক্যাল সাইন্স এত উন্নত, সেখানে এই অবস্থা?
আরও পড়ুন - অনুপমের জন্য সবকিছু, বন্ধুর হয়ে হাল ধরলেন সৃজিত-যীশু, বাদ পড়লেন পরম!
গতকাল থেকেই সেই শিশুর মৃত্যু ঘিরে মা বাবাকে দুষেছেন অনেকে। আর অনুপম যেন ভাষা হারিয়েছেন। মাত্র দুই লাইনেই তিনি নিজের মনের ভাষা আজকে প্রকাশ করলেন। দেশ স্বাধীন হয়েছে অনেকবছর হল। আজও এই গণপ্রজাতন্ত্রী দেশের অন্দরে, কুসংস্কারের এমন বাস? অনুপম, নিজের সোশ্যাল মিডিয়ায় লিখলেন...
"কুসংস্কার থেকে পাই যেন মুক্তি। এই দেশে জিতে যাক মানুষের যুক্তি।" শিল্পী সেই যুক্তির সন্ধানে, যার কারণে আজও প্রাণ গেল এক নির্দোষ শিশুর। শুধু তাই নয়, যেখানে চিকিৎসায় সন্তান সুস্থ হচ্ছে না, সেখানে হরিদ্বারের ঠান্ডা জলে ১৫ মিনিট একজন শিশুকে চুবিয়ে রাখার মত অপরাধ বাবা মা কী করে করতে পারে? সেই নিয়েও উঠছে নানা প্রশ্ন।
Anupam Roy: হরিদ্বারে বাবামায়ের অন্ধবিশ্বাসে বলি এক শিশু, মুক্তি-যুক্তির ভিড়ে মর্মাহত অনুপম রায়
Anupam Roy news: গতকাল, এক শিশুর মৃত্যুতে শোকাহত অনুপম, বললেন...
Follow Us
Anupam Roy on Haridwar death: হরিদ্বারে কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের বলি বছর সাতের এক শিশু ( Haridwar Child Death )। বাবা মায়ের ভয়ঙ্কর ক্রিয়াকলাপের জেরে প্রাণ গেল তাঁর। ঘটনা ঘিরে নানা প্রশ্ন উঠছে। কেউ কেউ এই বিজ্ঞানের সমাজে দাঁড়িয়ে এসব কান্ড করতে পারেন যেন ভাবতেও পারা অসম্ভব।
ঘটনায় সারা দেশজুড়ে নিন্দার ঝড়! বাবা মা কী করে এমন কাজ করতে পারেন? এই ঘটনায় মর্মাহত অনুপম রায় ( Anupam Roy ) নিজেও। শিল্পী এবং সুরকার নিজে যেন বিশ্বাস করতে পারছেন না এই ঘটনা। তাই তো, আজকের এই বিশেষ দিনে গতকালের গতকালের ঘটনা নিয়েই সোশ্যাল মিডিয়ায় লিখলেন তিনি। যেখানে, বিজ্ঞান এবং মেডিক্যাল সাইন্স এত উন্নত, সেখানে এই অবস্থা?
আরও পড়ুন - অনুপমের জন্য সবকিছু, বন্ধুর হয়ে হাল ধরলেন সৃজিত-যীশু, বাদ পড়লেন পরম!
গতকাল থেকেই সেই শিশুর মৃত্যু ঘিরে মা বাবাকে দুষেছেন অনেকে। আর অনুপম যেন ভাষা হারিয়েছেন। মাত্র দুই লাইনেই তিনি নিজের মনের ভাষা আজকে প্রকাশ করলেন। দেশ স্বাধীন হয়েছে অনেকবছর হল। আজও এই গণপ্রজাতন্ত্রী দেশের অন্দরে, কুসংস্কারের এমন বাস? অনুপম, নিজের সোশ্যাল মিডিয়ায় লিখলেন...
"কুসংস্কার থেকে পাই যেন মুক্তি। এই দেশে জিতে যাক মানুষের যুক্তি।" শিল্পী সেই যুক্তির সন্ধানে, যার কারণে আজও প্রাণ গেল এক নির্দোষ শিশুর। শুধু তাই নয়, যেখানে চিকিৎসায় সন্তান সুস্থ হচ্ছে না, সেখানে হরিদ্বারের ঠান্ডা জলে ১৫ মিনিট একজন শিশুকে চুবিয়ে রাখার মত অপরাধ বাবা মা কী করে করতে পারে? সেই নিয়েও উঠছে নানা প্রশ্ন।