/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/anupam.jpg)
Anupam roy marriage- বিয়ে করছেন অনুপম/ ছবি- SVF
Anupam Roy Marriage: প্রাক্তন পিয়া বিয়ে করার সঙ্গে সঙ্গেই নিজের জীবনেও ভালোবাসার মানুষকে ফের একবার খুঁজে পেলেন অনুপম রায়। আবার নাকি বিয়ে করছেন তিনি?
অনুপম রায়, যার বিবাহ বিচ্ছেদ ঘিরে লাখ কথা। পরমব্রতর সঙ্গে প্রাক্তন পিয়ার বিয়ের পর নানা আলোচনা হয়। সেই অনুপম আবার বিয়ে করছেন। যদিও এটি তাঁর তিন নম্বর বিয়ে। টলিপাড়ায় খবর, মার্চ মাসের ২ তারিখ তিনি বিয়ে করছেন। পাত্রী কে?
এবারও চেনা পাত্রীর সঙ্গেই ছাদনাতলায় সুরকার। পাত্রী টলিপাড়ার গায়িকা প্রশ্মিতা পাল ( Prashmita Paul )। সুরকার, জাতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, তিনি আশাবাদী সেই কারণেই আরেকবার বিয়ে করছেন। "দেখা যাক কী হয়।" অভিনেতা এর আগে দুবার গাঁটছড়া বেঁধেছেন। যদিও, সেই দুটি বিয়েই স্থায়ী হয় নি। এমনকি পিয়া তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা এবং কলহের শিকার হয়েছিলেন।
যদিও, শিল্পী জানিয়েছেন তাঁর বিরাট আয়োজনে ঘোরতর আপত্তি। স্বল্প পরিসরে ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের আমন্ত্রন জানানো হয়েছে। গতবছর নভেম্বর মাসের ২৭ তারিখ পিয়ার বিয়ে পরমের সঙ্গে। তখন অনেকেই পরমকে 'বন্ধুর বউচোর' আখ্যা দিয়েছিলেন। অনুপম জানিয়েছিলেন, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না।
আরও পড়ুন - অনুপমের জন্য সবকিছু, বন্ধুর হয়ে হাল ধরলেন সৃজিত-যীশু, বাদ পড়লেন পরম!
আর এবার, কাঞ্চন মল্লিকের পর তৃতীয় বিয়ের পথে অনুপম। প্রশ্মিতা, অনুপমের হাত ধরে অনেক গান গেয়েছেন। আর, গতবছর থেকেই দুজনের বন্ধুত্ব নিয়ে কানাঘুষো চর্চা ছিল। অনুপম জানিয়েছিলেন তাদের বন্ধুত্ব নিয়ে। এমনকি সুরকারের জন্মদিনে হাজির হ্যেছিলেন প্রশ্মিতা। সেই থেকেও গুঞ্জন ছরিয়েছিল। আর এবার সেই সম্পর্কেই সিলমোহর দিলেন।