Anupam Roy: আগামীকাল গাঁটছড়া বাঁধছেন অনুপম, বন্ধু পরমের 'বউচোর' তকমা ভুলে সৃজিত থাকবেন?

Anupam Roy tollywood news: বিয়েতে থাকছে ছিমছাম আয়োজন। শুধু তাই নয়, কেমন সাজে সেজে উঠতে চলেছেন তিনি?

Anupam Roy tollywood news: বিয়েতে থাকছে ছিমছাম আয়োজন। শুধু তাই নয়, কেমন সাজে সেজে উঠতে চলেছেন তিনি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anupam roy wedding, anupam roy news

Anupam roy- অনুপমের বিয়েতে থাকছেন সৃজিত?

শিল্পী অনুপম রায় আগামীকাল বসছেন বিয়ের পিঁড়িতে। গায়িকা প্রশমিতা পালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। ছিমছাম আয়োজন, অল্প মানুষের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা রয়েছে।

Advertisment

একেই, মাস তিনেক আগে পরমব্রত এবং পিয়ার বিয়ে উপলক্ষ্যে তাদের নানা কথা শুনতে হয়েছে। এমনকি পরমকে বউচোর আখ্যা দেওয়া পর্যন্ত হয়েছিল। কিন্তু, মাস গড়াতে না গড়াতেই অনুপম ঘোষণা করলেন তাঁর সম্পর্কের। একদিকে, যখন পরম পিয়ার বিয়েতে অনুপম জানিয়েছিলেন, যে বিয়ে সম্পর্কে কিছুই জানতেন না। সেখানে...

প্রাক্তন পিয়া চক্রবর্তী অনুপমের বিয়ে নিয়ে জানালেন, তিনি সব জানতেন। এমনকি অনুপমের বিয়ের খবর জানার পরই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পিয়া। উপস্থিত থাকছেন কারা? যারা থাকছেন তাদের মধ্যে এক বিশেষ নাম সৃজিত মুখোপাধ্যায়। সৃজিতের ভূমিকা দুদিকেই কিন্তু দারুণ। পরম পিয়া যেমন কাছের বন্ধু। তেমনই অনুপম তাঁর বেশ কাছের। সৃজিতের ছবি, মানেই অনুপম সেই ছবির সংগীত পরিচালনা করবেন। তাই, সৃজিত সেই বিয়েতে থাকবেন এটাই স্বাভাবিক।

Advertisment

আরও পড়ুন - Tollwood Picnic: ‘দ্বিতীয় পুরুষ’ পরমের সুরেই সুর মেলালেন অনির্বাণ, উল্টে শুয়েই পড়লেন ইশা! ইন্ডাস্ট্রির পিকনিকে বাদ পড়লেন কারা?

অন্যদিকে, পরমের সঙ্গেও বেশ সুন্দর সম্পর্ক তাঁর। ফলে তাঁর বিয়েতেও গিয়েছিলেন তিনি। এর আগে, নতুন বছরের শুরুতে তারা একসঙ্গে পার্টি করেছিলেন। সেখানে যীশু পরমব্রত থাকলেও অনুপম...ছিলেন না। তাই তো, অনেকেই বলেছিলেন সৃজিত সর্বঘটে রয়েছেন। এছাড়া আর কে কে থাকবেন? লোপামুদ্রা মিত্র থেকে অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং বাকি অনেকেই থাকবেন কালকের অনুষ্ঠানে।

কানাঘুষো খবর, ছিমছাম আয়োজনে বিয়ে করতে চলেছেন তিনি। খুব কম মানুষের উপস্থিতি থাকবে সেই অনুষ্ঠানে। লোপামুদ্রার ডিজাইন করা পাঞ্জাবিতে দেখা যাবে অনুপমকে। অন্যদিকে, প্রশমিতা পড়বেন বেনারসি।

bollywood tollywood ANUPAM ROY Srijit Mukherji Entertainment News