Advertisment
Presenting Partner
Desktop GIF

Anupam Roy-RG Kar: 'প্রতিবাদ করলে তুমি জেলের ভিতর...', আর জি করে জুনিয়র ডাক্তারের মৃত্যুতে গর্জে উঠলেন অনুপম

গানের মাধ্যমে যে এত সুন্দর প্রতিবাদ করা যায় সে কথা রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন। কিন্তু অনুপম সেই পথেই হাঁটলেন। আজ যখন এক ডাক্তারের প্রাণের কোন মর্যাদা নেই, তখন তিনি এই রাজ্যের বিচারব্যবস্থার ওপর আওয়াজ তুললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Anupam Roy on RG kar hospital incident tollywood news

Anupam on RG Kar: প্রতিবাদের ভাষা চরমে অনুপমের...

'বিচার কোনদিনই হবে না...', গানের সুরে সাফ এককথায় জানিয়ে দিলেন অনুপম রায়। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে অন ডিউটি ডাক্তারের মৃত্যুতে চূড়ান্ত কোলাহাল গোটা কলকাতা শহর জুড়ে।

Advertisment

আর এবার সেই চূড়ান্ত ঘৃণ্য ঘটনার প্রতিবাদে, সুর তুললেন অনুপম রায়। গায়ক সব সময় প্রতিবাদী। কিন্তু তার পাশাপাশি তিনি এটাও জানিয়ে দিলেন, অন্যায়ের সঙ্গে তিনি আপোষ একেবারেই করেন না। ভালোবাসার গানে যেমন তিনি মন ভাসাতে পারেন, তেমনি অন্যায়ের প্রতিবাদ করতেও তিনি সুর বাঁধতে পারে।

গানের কথায় এমন কিছু লিখেছেন যাতে শিওরে উঠতে হয়। গানের মাধ্যমে যে এত সুন্দর প্রতিবাদ করা যায় সে কথা রবীন্দ্রনাথ শিখিয়েছিলেন। কিন্তু অনুপম সেই পথেই হাঁটলেন। আজ যখন এক ডাক্তারের প্রাণের কোন মর্যাদা নেই, তখন তিনি এই রাজ্যের বিচারব্যবস্থার ওপর আওয়াজ তুললেন। গানের সুরে তিনি বলছেন...

"অন্যায় দেখলে তুমি চোখ ঢেকে রাখো। প্রতিবাদ করলে তুমি জেলের ভেতর থাকো। বিচার তো কোনদিনই হবে না। জাস্টিস বলে কিছু পাবে না।" শিল্পীর এই চূড়ান্ত প্রতিবাদ দেখে আওয়াজ মিলিয়েছেন সাধারণ মানুষও। কেউ বলছেন ডাক্তারি যেখানে হাসপাতালে সুরক্ষিত নয় সেখানে আমরা কি। আবার কারোর কথায়...

এ জঘন্য কাজের জন্য ফাঁসি ছাড়া আর কিছুই শাস্তি হতে পারে না। আবার কেউ বলছেন আপনাকে এই আওয়াজ তোলার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে শুধুই ধামাচাপা চলে সে কথা অনেকে জানিয়ে দিলেন। সাধারণ মানুষের মধ্যে অনেকের বক্তব্য এটা পশ্চিমবঙ্গ এখানে শুধু ধামাচাপা চলে। আবার কারোর কথা এরকম অন্যায় আগেও হয়েছে হতেই থাকবে ততদিন ঘুষ খেয়ে নিজের পকেট ভরবে পরে অদ্ভুত এই সমাজ।

কী হয়েছে আরজিকর হাসপাতালে?

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, শুক্রবার সকালে রাজ্য সরকার পরিচালিত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ৩১ বছর বয়স জুনিয়ার ডাক্তার মৃতদেহ পাওয়া যায়। যার ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ঝড় উঠেছে। তার পরিবার সূত্রে অভিযোগ সে দুনিয়া ডাক্তারকে ধর্ষণ এবং হত্যা করা হয়েছে। স্নাতকোত্তর শিক্ষার্থী ওই চিকিৎসককে সেমিনার হলে পাওয়া যায়।

tollywood ANUPAM ROY Entertainment News RG Kar Medical College
Advertisment