Advertisment
Presenting Partner
Desktop GIF

Anupam-Prashmita: 'অনুপম বর হিসেবে কেমন?' সদ্য বিয়ে হয়েছে, তাও প্রশ্ন এড়িয়ে গেলেন প্রশ্মিতা

নতুন বিয়ের পরেও উত্তর দিতে ইচ্ছে করছে না? উঠল প্রশ্ন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anupam roy prashmita marriage, singer didnt answered rachana banerjee question tollywood

Prashmita- অনুপমকে নিয়ে প্রশ্ন করতেই তিনি সবটা এড়িয়ে গেলেন?

Anupam-Prashmita Marriage: অনুপম ( Anupam Roy ) এবং প্রশমিতা ( Prashmita Paul ), বিয়ে করেছেন বেশ কিছুদিন হল। তাদের বিয়ের পর থেকে নয়, বরং আগে থেকেই আলোচনা হয়েছে। কিন্তু, বরকে নিয়ে প্রশ্ন শুনতেই তিনি যা করলেন…

Advertisment

প্রশ্মীতা দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেছিলেন। সেখানেই তাকে স্বাভাবিকভাবে প্রশ্ন করা হয় অনুপমকে নিয়ে। শিল্পী এমনিতেই খুব রিসার্ভ মানুষ। অনুপমকে সহজে হাতের নাগালে পাওয়াও নেহাত সহজ নয়। কিন্তু নতুন বরকে নিয়ে প্রশ্ন করেল তিনি এমন একটা জবাব দেবেন সেটা যেন আশাই করেননি কেউ। রচনা নিজেই এই প্রশ্ন করলেন। 'অনুপম বর হিসেবে কেমন…?'

কিন্তু, প্রশ্মিতা এক বিন্দু সময় না নষ্ট করে সোজা জবাব দিলেন, পরের প্রশ্ন করুন প্লিজ। আর এই উত্তরেই চুপ হয়ে যান রচনা নিজেও। তিনি আর কী বলবেন, সেটা যেন মাথায় এলো না। নেটপাড়ার অধিকাংশ তাঁর এই উত্তর শুনে থতমত। বিয়ের পর এধরনের প্রশ্ন খুব স্বাভাবিক।

আরও পড়ুন - Anupam Roy: আজও ‘নট-আউট’ অনুপম! ফের একবার প্রস্তুত হয়ে ময়দানে নামলেন শিল্পী

তাঁদের বক্তব্য ঠিক এমনই, এড়িয়ে যাওয়ার কী আছে? এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক। আবার কেউ বললেন, বরকে নিয়ে উত্তর যখন দেবেন না, তখন বিয়ে করার কী দরকার।

উল্লেখ্য, অনুপম বিয়ের পর থেকেই নিজের কাজে ব্যাস্ত। কিছুদিন আগেই ঢাকা ঘুরে এলেন। এদিকে, তাঁদের বিয়েতেও একদম তামঝাম ছিল না। একদম, সাধারণ আয়োজনে বেশ কিছু কাছের বন্ধুর উপস্থিতিতে তাঁরা বিয়ে করেন। দুজনের জীবনেই এটা প্রথম বিয়ে নয়। অনুপম এর আগে দুইবার বিয়ে করেন। আর প্রশ্মিতা একবার।

ANUPAM ROY tollywood Entertainment News
Advertisment