/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/anupam_6b5198.jpg)
Anupam- যাদবপুরের অনুপম- ছবি/ইনস্টা
তিনি ভারতের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী সঙ্গে সুরকার এবং গীতিকার সবটাই। অনুপম রায় একদিকে যেমন বাংলা ছবির সুরের জন্য জনপ্রিয় তেমনই হিন্দি ছবিতেও তিনি নানা প্রশংসা কুড়িয়েছেন।
তবে, সুরকার হওয়ার আগে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতেন তিনি। শুধু তাই নয়, চাকরিও করেছেন। সুরকারের সঙ্গে জড়িয়ে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম। সেখানেই পড়াশোনা করতেন তিনি। আর এতবছর পরেও সেসব স্মৃতি যত্ন করে রেখে দিয়েছেন তিনি। সেসব প্রকাশ্যে দেখালেন অনুপম।
কোনও এক পড়ন্ত বিকেলে যাদবপুর প্রাঙ্গণে বসে সেসময় বন্ধুত্ব এবং আড্ডা উপভোগ করেছিলেন অনুপম। পাশে দুই বন্ধু। তাঁদের আজও মনে রেখেছেন সুরকার। ওই যে বলে না, জীবনে ভাল বন্ধুদের কেউ ভোলে না। অনুপম নিজেও তাই প্রমাণ দিলেন। আকাশের দিকে আঙুল দেখিয়ে আসলে তিনি কী বোঝাতে চাইছেন সেটা স্পষ্ট না। কিন্তু বন্ধুরা তাঁর সঙ্গ দিয়েছেন সেটাই আসল।
সেই পুরোনো দিনের ছবি অনুপম দেখালেন, সেখানে দেখা গেল দুই বন্ধুকে নিয়ে যাদবপুরের খোলা প্রাঙ্গণে বসে আড্ডা দিচ্ছেন তিনি। সেই ছবি শেয়ার করে শিল্পী লিখছেন...
"যাদবপুরের বিকেল। ২০-২২ বছর আগে। আমার দুই পাশে দুই বন্ধু।" উল্লেখ্য, সুরকার শেষ কিছু সময় অনেককিছুর মধ্যে দিয়ে গিয়েছেন। একে তো তাঁর প্রাক্তন পিয়া চক্রবর্তীর বিয়ের সময় তাঁকে নানা কথা শুনতে হয়। তারপর আবার, নিজের বিয়ের সময় তাঁকে নিয়ে ফের আলোচনা হয়। কিন্তু, তাতে পাত্তা দেওয়ার মতো সময় নেই অনুপমের। এই নিয়ে কথা বলতেও নারাজ তিনি।
উল্লেখ্য, দশম অবতারের পর অযোগ্য ছবির গানের মাধ্যমেও দারুণ প্রশংসা পেয়েছন তিনি। সেই ছবির গানও বেশ মনে ধরেছে সকলের।