Anupam Roy: আজও 'নট-আউট' অনুপম! ফের একবার প্রস্তুত হয়ে ময়দানে নামলেন শিল্পী

Anupam Roy news: নতুনভাবে, নতুন মেজাজে ধরা দিলেন অনুপম...

Anupam Roy news: নতুনভাবে, নতুন মেজাজে ধরা দিলেন অনুপম...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anupam roy shared he playing in he field tollywood entertainment news

Anupam- মাঠে নামলেম অনুপমঃ ছবি/ইনস্টা

গানের ময়দানে তিনি যে দুর্দান্ত স্কোরার, সেকথা আগেই প্রমাণিত হয়েছিল। অনুপম রায় ( Anupam Roy ) এবার দেখালেন সবুজ ঘাসের মাঠেও তিনি সেরা খেলোয়াড়।

Advertisment

কিছুদিন আগেই তিনি বিয়ে করেছেন। এটি তাঁর ৩ নম্বর বিয়ে। ফলেই তাঁকে নানা কথা শুনিয়েছিলেন অনেকেই। একেবারে, আড়ম্বর-ছাড়াই তিনি গাঁটছড়া বাঁধেন। অনেকেই কটাক্ষ করেছিলেন, তিনি নাকি 'বিয়ের ময়দানেও সেরা!' কিন্তু… এবার তাঁকে একদম অন্যরূপে দেখা গেল।

অনুপম ব্যাট হাতে আনন্দ করতে ব্যস্ত। তাঁকে এত ভাল ক্রিকেট খেলতে আগে দেখা যায়নি। উৎফুল্ল মানুষটিকে এত খুশি আগে দেখা যায়নি। ব্যাটে বলে এক করলেন অনুপম। নিলেন বেশ কয়েকটা অনবদ্য শট। আর, এই ভিডিও শেয়ার করেই অনুপম লিখলেন…

Advertisment

আরও পড়ুন - Anupam-Piya: পরমের সঙ্গে বিয়ের পরই চূড়ান্ত গালমন্দ, পিয়া প্রাক্তন অনুপমের বিয়ের দিন কোথায় ছিলেন?

"এখনও নট-আউট!" আর এদিকে, তাঁকে ক্রিকেট খেলতে দেখে একেকজনের একেকটি মন্তব্য। কেউ বলছেন, আপনি ফ্যাফ ডু-প্লএ-সিস। আবার কেউ বললেন, তুমি সবেতেই সেরা। আবার কারওর কথায়, শতরান অপেক্ষারত।

প্রসঙ্গত, গত ২রা মার্চ তিনি বিয়ে করেছেন শিল্পী প্রশ্মিতা পালকে। এসেছিলেন বহু-তারকা। এদিকে, মাস তিনেক আগে যখন তাঁর প্রাক্তন পিয়া পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন, তখনও তাঁকে নিয়ে আলোচনা হয়েছিল। শুধু তাই নয়, অনুপমকে সহানুভূতি-সহমর্মিতা জানানো হয়েছিল।

tollywood ANUPAM ROY Entertainment News