/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/shila.jpg)
anupam-shilajit: ফের কী হতে চলেছে?
গতকাল থেকেই সঙ্গীতপ্রেমীরা বেশ উৎফুল্ল! কারণ? এক ফ্রেমে গোটা একটা প্লেলিস্ট। চলছে গভীর আলোচনা। দুই সঙ্গীতশিল্পীর মধ্যে কী আলোচনা হল?
অনুপম রায় মানেই নতুন কিছু। অনুপম মানেই সুরের খেলা হবে। আর এবার এতবছর পর একসঙ্গে হলেন দুই সঙ্গীত শিল্পী। বহুবছর আগে, হেমলক সোসাইটিতে তারা একসঙ্গে গান করেছিলেন। জল ফড়িং বেশ মন কেড়েছিল সকলের। এবার ফের একবার আলোচনায় বসলেন শিলাজিৎ ও অনুপম।
অনুপমের সঙ্গে শিলাজিৎ তাও আবার এতদিন পর, যেন হাতে চাঁদ পেলেন তারা। অনুপম সামনেই কাজ করছেন অযোগ্য ছবিতে। তাহলে কি সেই ছবির গান একসঙ্গে গাইতে চলেছেন তারা। দুজনের ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা পেল। শিলাজিৎ, ছবি পোস্ট করে লিখলেন - গভীর আলোচনা। নতুন কিছু আসছে। চিরাচরিত গিটার হাতে অনুপম। আর শিলা, বুঝে নেওয়ার চেষ্টা করছেন সবটা।
এদিকে, সঙ্গীতের দুই মহারথীকে একসঙ্গে দেখে বেশিরভাগের এমন দাবি - ঠিক যেন চোখের সামনে গোটা একটা প্লে লিস্ট। আবার কেউ বললেন, দারুণ একটা প্রজেক্টের জন্য অপেক্ষায় রইলাম। আবার কেউ বললেন, ভীষণ বৃষ্টির সম্ভাবনা।
প্রসঙ্গত, অনুপম বেশ কিছুদিন ধরেই আলোচনায়। কারণ, তিনি এবং তাঁর প্রাক্তনের বিয়ে। অনুপম বিয়ে করেছেন প্রশমিতাকে। আর প্রাক্তন পিয়া মালা দিয়েছেন পরমব্রতর গলায়। যদিও, যে যার সংসারে বেশ সুখী।