প্রাক্তন ঘর বেঁধেছেন, বড়দিনের আকাশে উড়ল অনুপমের 'বাউন্ডুলে ঘুড়ি'

বড়দিনের আগেই নতুন কিছু হতে চলেছে অনুপমের জীবনে...

বড়দিনের আগেই নতুন কিছু হতে চলেছে অনুপমের জীবনে...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anupam roy, anupam roy marriage

Anupam roy marriage- বিয়ে করছেন অনুপম/ ছবি- SVF

তাঁকে নিয়ে এখন বিতর্কের শেষ নেই। কেউ তাঁকে সমবেদনা জানাচ্ছেন, আবার কেউ করছেন হাসাহাসি। তাঁর গান শুনে বালিশ ভিজিয়ে ফেলেন একাধিক! কারণ, তিনি অনুপম রায়।

Advertisment

তবে, শেষ কিছুদিন তাঁকে নিয়ে নানা সমালোচনা। প্রাক্তন পিয়া চক্রবর্তী বিয়ে করেছেন অনুপমের বেশ কাছের বন্ধু পরমব্রত চট্টোপাধ্যায়কে। সেই নিয়েও চূড়ান্ত বিতর্ক। কিন্তু তাতে কি? ভালবাসার মানুষের সঙ্গে থাকতে গেলে আবার সম্পর্কের কাটাছেঁড়াকে আমল কে দেয়? অনুপমকে শুনতে হয়েছে নানা কথা। তবে, এবার তিনি ফুল ফর্মে...

আগামীকাল দর্শকদের বিশেষ করে অনুরাগীদের জন্য তিনি নিয়ে আসছেন নতুন গান। তাঁর ভালবাসার আকাশে আরেকবার বাউন্ডুলে ঘুড়ি উড়তে চলেছে? শিল্পীর নিশ্চই এমন কিছুই প্ল্যানিং রয়েছে। গায়কের জীবনে এর আগেও বাউন্ডুলে ঘুড়ি উড়েছে বটে তবে সেটি অরিজিতের হাত ধরে। আগামীকাল, অনুপম আনছেন এক বিশেষ উপহার। দশম অবতারের আমি বাউন্ডুলে ঘুড়ি বেশ জনপ্রিয়।

Advertisment

আর এবার, নিজের জীবনের অন্যতম সেরা গান নিয়ে আসতে চলেছেন তিনি। বাউন্ডুলে ঘুড়ি আসতে চলেছে তার নিজের কণ্ঠে। অনুপম নিজেও বেশ উত্তেজিত এই নিয়ে। তাঁকে অনেকেই স্যান্টা হিসেবেও উল্লেখ করছেন। ডিসেম্বরের সন্ধ্যে, তাও আবার বড়দিনের আগের দিন! গায়ক উত্তেজনায়, ফুটছেন এই গান নিয়ে।

উল্লেখ্য, পিয়া এবং পরমব্রতর বিয়ে নিয়ে নানা গুঞ্জন। অনেকেই পরমকে বউ চোর আখ্যা দিয়েছেন। আবার অনুপম সংবাদমাধ্যমে এও বলেছেন, তিনি এই বিয়ের বিষয়ে কিছুই জানতেন না। অন্যদিকে, পিয়া জানিয়েছেন, অনুপমকে এই বিষয়ে টানা একেবারেই ঠিক না। কারণ, সম্পূর্ণটাই ব্যাক্তিগত বিষয়।

tollywood ANUPAM ROY Entertainment News