টুইটারে প্রকাশ্যেই কাদা ছোড়াছুড়ি অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) এবং অনিল কাপুরের (Anil Kapoor)। দুই তারকার এমন প্রকাশ্য শব্দ-যুদ্ধে সরগরম টুইটার। ঘটনার সূত্রপাত আসলে অনিল কাপুরের একটি টুইট নিয়ে। ৪৮তম আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে 'দিল্লি ক্রাইম' সেরা নাটকের পুরস্কার জেতায় শেফালি শাহকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন অনিল। আর সেই টুইট দেখেই তাঁকে পালটা খোঁচা দিয়ে টুইট করেন অনুরাগ কাশ্যপ। এরপরই শুরু হয়ে টইটারে দুই তারকার বাকযুদ্ধ।
ঠিক কী হয়েছে? শেফালি শাহকে শুভেচ্ছা জানিয়ে অনিল লেখেন, "আমি একবার বলেছি, আবার বলছি, যে এটা একেবারেই প্রাপ্য! দিল্লি ক্রাইমের টিমকে অভিনন্দন। অবশেষে আমাদের আরও অনেক মানুষকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে দেখে ভাল লাগছে। ওয়েলকাম টু হলিউড শেফালি।" তার প্রেক্ষিতেই অনুরাগ টুইট করেন, "কিছু যোগ্য লোককে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে দেখে ভাল লাগে। তবে আপনার অস্কার কোথায়? না? আচ্ছা... মনোনয়ন?" এর সঙ্গে চোখ জিভ কাটার একটি ইমোজিও দিয়েছেন অনুরাগ। অনিলও দমবার পাত্র নন। অনুরাগকে আক্রমণ করে তিনি লেখেন, "টিভিতে স্লামডগ মিলিয়নিয়ারকে অস্কার জিততে দেখেই আপনি অস্কারের কাছাকাছি পৌঁছে গিয়েছেন।" শুধু তাই নয়, সঙ্গে হ্যাশট্যাগে লিখেছেন, "তুমসে না হো পায়েগা।"
Nice to see some deserving people get international recognition. Waise, aapka Oscar kidhar hain? No? Achha... nomination? ???? https://t.co/P2ZuiPOUWP
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
The closest you have come to an Oscar is watching Slumdog Millionaire win Oscars on TV. #TumseNaHoPayega https://t.co/sZzCDhVvAA pic.twitter.com/YhZHKrEFfO
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
Says the k-k-k-ing of hand-me-down films. Weren’t you the second choice for this film also? https://t.co/7pfdatvIGr
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
Hand-me-down or pick-me-up: I don’t care. Work is work. Tumhare jaise kaam dhoondte waqt baal toh nahi nochne padte. #actorlife https://t.co/bEu9TJFjNt
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
এখানেই শেষ হয়নি অনিল-অনুরাগের বাকবিতণ্ডা। অনুরাগের এক টুইটের পালটা দিয়ে অনিল লেখেন, "কাজ কাজই হয়। তোমার মতো কাজ খুঁজতে গিয়ে তো আমাকে আর চুল ছিঁড়তে হয় না!" এর প্রেক্ষিতে অনুরাগ লেখেন, "স্যর, আপনি তো চুলের কথা বলবেনই না! আপনি তো চুলের জন্যই কাজ পান।" এরপরই অপমানিত অনিল বলেন, চল্লিশ বছর ধরে তাঁর গাড়ি এমনি এমনি চলছে না। অনুরাগকে এও বলেন যে, "আমার মতো কেরিয়ার তৈরি করতে গেলে তোমার যোগ্যতার দরকার।"
Sir, you don’t talk about hair. Aapko toh apne baal ke dum pe roles milte hain. #BaalBaalBaloo #TheJungleLife https://t.co/b4H5CtqFYi
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
Beta, you need serious skills to have a career like mine. Aise hi nahi chal rahi humari gaadi 40 saal se. #TheRealAK https://t.co/jsKErOnbUi
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
Sir har 40 saal purani gaadi ko vintage nahi kehte. Kuch ko khatara bhi kehte hain. #retirementcalling https://t.co/qzzX0v4lOZ pic.twitter.com/yS0cdX1yod
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
Abe meri gaadi 40 saal chali toh chali, teri toh abhi tak garage se hi nahi nikli hai. #thenationhasspoken https://t.co/irtLwDrJRB
— Anil Kapoor (@AnilKapoor) December 6, 2020
Agar gaadi Race 3 ki ho toh it’s better that it stays in the garage only. #havemercy https://t.co/6dJQB0wD4d
— Anurag Kashyap (@anuragkashyap72) December 6, 2020
তবে অনিল-অনুরাগের এই টুইটযুদ্ধকে অনেকেই 'একে ভার্সেস একে'র প্রোমোশন বলে মনে করছেন। যে ছবিতে অনিল কাপুর ও অনুরাগ কাশ্যপ একসঙ্গে অভিনয় করেছেন। যেখানে সোনম কাপুরকেও দেখা যাবে। পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। নেটফ্লিক্সের সেই ছবির জন্যই কি অনিল-অনুরাগের এরকম স্টান্ট? অনেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন।