/indian-express-bangla/media/media_files/2025/04/20/QljEza1UFCLrpB2WTsN9.jpg)
anurag kashyap: আদৌ ক্ষমা চাইলেন নাকি? অনুরাগের মন্তব্যের পর শোরগোল... Photograph: ( ফাইল)
Anurag Kashyap Pee on Bramhin statement: অতিরিক্ত ঠোঁটকাটা হলে যে কী ধরণের সাংঘাতিক বিপদে পড়তে হয় সেই ধারণা পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপকে দেখলেই বোঝা যায়। তিনি নিজের ভয়ঙ্কর মন্তব্যের খাতিরে এবার নিজেই ফেঁসেছেন। এর আগেও বহুবার তিনি নানা বিষয়ে কটু কথা বলেছেন। সম্প্রতি ব্রাহ্মণ সমাজকে নিয়ে যা বলে বসেছেন যার ফলে তাঁর নামে অভিযোগ তো দায়ের করা হয়েছেই বরং তাঁর পরিবার রীতিমতো থ্রেটের মুখে।
সম্প্রতি, ফুলে সিনেমার প্রসঙ্গেই তিনি সমাজ মাধ্যমে বলে বসেন 'ব্রাহ্মণ সমাজের ওপর আমি প্রস্রাব করি' তারপর থেকেই শুরু হয় সমলোচনা। পরিচালকের এই মন্তব্য হিন্দু ধর্ম তথা সনাতনের যে অপমান, একথাও বারবার দাবি করা হয়েছে। এখানেই শেষ না। তাঁর নামে নানা অভিযোগ দায়ের করা হয়েছে। আইনি অভিযোগের সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, চানক্য সেনা, ব্রাহ্মণ সেবা সংঘ, ভারতীয় ব্রাহ্মণ মহাসভ্ এবং অন্যান্যরা। তাঁর এই মন্তব্যের খাতিরেই চাণক্য সেনার প্রধানের বক্তব্য...
আরও পড়ুন - Actor Arrested in Drugs Case: তিনতলা থেকে লাফ দিয়ে পালিয়েছিলেন, মা…
"হতাশাজনক! আমাদের এসব মানুষদের উচিত শিক্ষা দেওয়া। এহেন ভয়ঙ্কর এবং জ্বালাময় বক্তব্য করে কেউ পার পেয়ে যাবেন?" এদিকে, পরিচালকের এই ভয়ঙ্কর মন্তব্যের পরেই তাঁর পরিবারের মা-বোনেদের করা হয়েছে থ্রেট। এবং সে কারণেই অনুরাগ অবশেষে মুখ খুলেছেন, এবং তিনি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। তাঁর পরিবারের মেয়েদের খুন এবং ধর্ষণের থ্রেট করা হয়েছে! পরিচালক লিখছেন...
আরও পড়ুন - Bollywood Actor Divorce: 'এই লোকটাকে ছাড়া আমি বাঁচব না', স্বামীকে ছ…
"আমি ক্ষমা চাইছি। না, পোস্টের জন্য না, কিন্তু এই একটা লাইন যেটার কারণে এত বিতর্ক হয়েছে এবং আগুন জ্বলছে। কোনও মন্তব্যই আপনার বাড়ির মেয়ে-বোনের প্রতি খুন এবং ধর্ষণের হুমকি আনতে পারে না। এবং সংস্কারের রাজারা এ ধরণের হুমকি দিচ্ছেন। যা বলেছি সেটা ফিরে নিতে পারি না আর নেব না। যা গালি দেওয়ার আমায় দিন, আমার পরিবারকে কিছু বলবেন না। ব্রাহ্মণরা, আপনারা মেয়েদের ছেড়ে দিন দয়া করে। এত তো শাস্ত্রেও লেখা আছে, শুধু মানবাদে না। আমার তরফে আমি ক্ষমা চাইছি।"
প্রসঙ্গে, শেষ কিছুদিন দারুণ চর্চায় আছেন অভিনেতা। শুধু তাই নয়, নিজেকে শাহরুখ খানের থেকেও বেশি ব্যাস্ত হিসেবে জাহির করেছেন তিনি। কিন্তু, ব্রাহ্মণ সমাজকে নিয়ে যা বক্তব্য রেখেছেন, তাতে একটুও আফসোস নেই তাঁর, এমনটাও পরিস্কার।