Anurag Kashyap: '৫০০ থেকে ৮০০ কোটির টার্গেট'-এ বিরক্ত, 'টক্সিক' বলিউডকে চিরবিদায় অনুরাগের

Anurag Kashyap Left Bollywood: মুম্বই ছাড়ছেন অনুরাগ কাশ্যপ। বলিউডকে 'টক্সিক' বলে দাগিয়ে দিলেন পরিচালক। কোথায় হচ্ছে অনুরাগের নতুন ঠিকানা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
'টক্সিক' বলিউড ছেড়ে কোথায় হচ্ছ অনুরাগের নতুন ঠিকানা?

'টক্সিক' বলিউড ছেড়ে কোথায় হচ্ছ অনুরাগের নতুন ঠিকানা?

Anurag Kashyap Called Bollywood 'Toxic': বলিউডের প্রতি বিদ্বেষ আগেই পোষণ করেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এবার আরও একধাপ এগিয়ে বললেন, 'টক্সিক'। প্রথমসারির এক সংবাদমাধ্যমকে (দ্য হিন্দু) দেওয়া সাক্ষাৎকারে অনুরাগ জানিয়ে দিলেন, বলিউডকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন। বেঙ্গালুরু হতে চলেছে পরিচালকের নতুন ঠিকানা।

Advertisment

খুব শীঘ্রই দখিণা বাতাস গায়ে মেখে নতুন জার্নি শুরু করবেন। গত ডিসেম্বরেই অনুরাগ বলিউডের প্রতি তাঁর হতাশা জাহির করেছিলেন। তার আগে অবশ্য বাংলা সিনেমাকে 'ঘটিয়া' বলে চরম বিতর্কে জড়িয়েছিলেন। দক্ষিণী ছবি পরিচালনা করে অনুরাগ 'তৃপ্ত' হবেন কিনা সেটা তো সময় বলবে। পরিচালকের অভিযোগ, মুম্বই শুধুই বক্স অফিস কালেকশনের পিছনে ছুটে চলে। প্রত্যেকের ঘাড়ে যেন ৫০০ থেকে ৮০০ কোটির ছবি বানানোর টার্গেট। এই পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে চান অনুরাগ। 

সাম্প্রতিক অতীতে 'হলিউড রিপোর্টার'-কে সাক্ষাৎকারে বিটাউনের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেছিলেন, বলিউড শুধুই  দক্ষিণী ছবির রিমেকের প্রতি আসক্ত এবং সর্বোপরি নিজস্ব কোনও ক্রিয়েটিভিটি নেই। ছবি তৈরির ক্ষেত্রে ক্রিয়েটিভির সুযোগ পাচ্ছেন না বলেই দক্ষিণী ছবির সঙ্গে পুরোপুরি জুড়ে যেতে চান। নিজের ইন্ডাস্ট্রির প্রতি চরম হতাশা থেকেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ। প্রসঙ্গত, ডিসেম্বরে হলিউড রিপোর্টার-কে  অনুরাগ বলেছিলেন, নতুন বছরেই তিনি মায়ানগরের মায়া কাটিয়ে দক্ষিণে পা রাখবেন।

পরিচালকের কথা অনুয়ায়ী, 'আমি আগামী বছর দক্ষিণে চলে যেতে চাই। না হলে আমি সময়ের আগেই মরে যাব। নিজের ইন্ডাস্ট্রি নিয়েই ভীষণ হতাশ।' বলিউডের বর্তমান পরিস্থিতির জন্য অনুরাগ কাশ্যপ ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলিকে দোষারোপ করেছেন। তাঁর মতে, ওই সংস্থাগুলো প্রতিভার বিকাশে কোনও ভূমিকা পালন করে না। কী করে একজন ভাল অভিনেতা আরও ভাল হবে সেই বিষয়টাকে একেবারেই প্রাধান্য দেয় না। তাঁদেরকে অল্প সময়ে স্টার বানাতে বিশ্বাসী। ইন্ডাস্ট্রির নতুন মুখদের নিজেদের ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করে। পরে তাঁরা যদি ব্যর্থ হয় তখন ইন্ডাস্ট্রি থেকে ব্রাত্য করে দেয়।

bollywood movie Bollywood News Bollywood Vs South Film Industry Anurag Kashyap