Anurag Kashyap Movies-OTT: বিখ্যাত হিন্দি সিনেমা নির্মাতা অনুরাগ কাশ্যপ গত বছর একটি সাক্ষাত্কারে জানিয়েছিলেন যে তিনি দক্ষিণ ভারতে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করছেন। এখন তিনি মুম্বই ছাড়ছেন। এর পাশাপাশি বলিউড ইন্ডাস্ট্রিকে বিষাক্ত বলে ঘোষণা করেছেন তিনি।
এই প্রসঙ্গে অনুরাগ কাশ্যপের দেখে নেওয়া যাক তাঁর সিনেমা, যেগুলি দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছে এবং কোথায় এই সিনেমাগুলি ওটিটিতে দেখা যেতে পারে।
দেব.ডি ( DevD ): ২০০৯ সালে রোমান্টিক ড্রামা ফিল্ম 'দেব.ডি'-র পরিচালক ও লেখক ছিলেন অনুরাগ কাশ্যপ। নেটফ্লিক্সে দেখা যাবে এই ছবি।
গুলাল ( Gulaal ): অনুরাগ কাশ্যপ পরিচালিত অন্যতম সেরা ছবি ২০০৯ সালের 'গুলাল'। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে দেখা যাবে এই ছবি।
উড়ান ( Udaan ): অনুরাগ কাশ্যপ প্রযোজনা করেছেন 'উড়ান' ছবিটি। ছবির গল্পও লিখেছেন তিনি। বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে এই ছবিটি। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে।
গ্যাংস অফ ওয়াসেপুর – ১ ( Gangs of waasseypur - 1): ২০১২ সালে মুক্তি পাওয়া 'গ্যাংস অব ওয়াসেপুর পার্ট ওয়ান' ছবিটি পার্ট টু-এর পাশাপাশি চলচ্চিত্র জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। মোবাইল ও ল্যাপটপে ব্যাপকভাবে দেখা হয় এই ছবিটি। এই ছবিটিও অনুরাগ কাশ্যপের অন্যতম কাল্ট ফিল্ম, যা নেটফ্লিক্সে দেখতে পারেন। এই ছবির পরিচালক ও প্রযোজক হওয়ার পাশাপাশি গল্পও লিখেছেন অনুরাগ কাশ্যপ।
দ্য লাঞ্চবক্স ( The Lunchbox ): অনুরাগ কাশ্যপের অন্যতম কাল্ট ফিল্ম হল দ্য লাঞ্চবক্স, যেখানে প্রয়াত অভিনেতা ইরফান খান অভিনয় করেছিলেন। ২০১৩ সালে মুক্তি পাওয়া এই ছবি সংগ্রহ করেছিল ১১০ কোটি রুপি। দেখা যাবে নেটফ্লিক্সে।
বোম্বে টকিজ ( Bombay Talkies ): 'বম্বে টকিজ' ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে না পারলেও বেশ প্রশংসা কুড়িয়েছে। এটি নেটফ্লিক্সেও দেখা যাবে।
মাসান ( Masaan ): ২০১৫ সালে মুক্তি পাওয়া 'মাসান' ছবিটিও অনুরাগ কাশ্যপের অন্যতম জনপ্রিয় ছবি। দেখা যাবে প্রাইম ভিডিওতে।
রমন রাঘব ২.০ ( Raman Raghab 2.0): অনুরাগ কাশ্যপের 'রমন রাঘব' ছবিটি মাত্র সাড়ে তিন কোটি বাজেটে তৈরি হয়েছিল এবং এটি বক্স অফিসে প্রায় ৭ কোটি টাকা সংগ্রহ করেছিল। এই ছবিটি প্রাইম ভিডিওতে দেখা যাবে।