scorecardresearch

‘খুব অন্যায় হয়েছে’, বাংলায় নিষিদ্ধ ‘The Kerala Story’! মমতাকে চাঁচাছোলা আক্রমণ অনুরাগ কাশ্যপের

মুখ্যমন্ত্রীকে নিশানা করে কী বললেন পরিচালক?

the kerala story, the kerala story banned in bengal, bengal CM mamata banerjee, Anurag kashyap, anurag kashyap statement on kerala story, বাংলায় ব্যান কেরালা স্টোরি, কেরালা স্টোরি, kerala story full movie link, the kerala story hall list
মুখ্যমন্ত্রীকে কী বললেন অনুরাগ?

দ্যা কেরালা স্টোরি ব্যান করা হয়েছে পশ্চিমবঙ্গে। তারপর থেকেই এক বিরাট সংখ্যক মানুষের মধ্যে একটাই প্রশ্ন, কী এমন রয়েছে এই ছবিতে। শুধু তাই নয়, ক্রমশই ভাইরাল হচ্ছে হল প্রিন্ট। তবে, সবকিছুর পরেও আঙ্গুল উঠছে বাংলার সরকারের দিকে।

ভেবে চিন্তে ব্যান করলেই ভাল হত… বলিউডের একাধিক তারকার বক্তব্য এটাই। বাংলার কোথায় ক্ষতি হচ্ছে? সত্য এবং মিথ্যের চুলচেরা ফাঁক নিয়েও উঠছে প্রশ্ন। এসবের মাঝেই আওয়াজ তুলেছেন অনুরাগ কাশ্যপ। দীর্ঘ অনেকদিন পর টুইটারে নিজের মতামত রেখেছেন তিনি। পশ্চিমবঙ্গে এই ছবি ব্যান করা অনর্থক, দাবি করেছেন বলিউড পরিচালক। কী লিখছেন তিনি? মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেই তিনি লিখলেন…

“আপনি ছবির সঙ্গে একমত হন বা না হোন, এটা প্রচার হোক অথবা পাল্টা প্রচার হোক, আক্রমণাত্মক হোক..তবে এটিকে নিষিদ্ধ করা একেবারেই ঠিক কাজ নয়”। এখানেই শেষ নয়। বরং তিনি আরও বললেন, “আপনি অপপ্রচারের বিরুদ্ধে লড়তে চান? তবে গিয়ে দেখুন, যে একটি ছবি কীভাবে অন্তর্নিহিত কুসংস্কার, ঘৃনা এবং অশান্তি সৃষ্টির অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। এই সিনেমাকে গুজব বলা হচ্ছে। কিন্তু, প্রতিবাদ করতে গেলে কণ্ঠ জোরালো করতে হবে। একটি নির্দিষ্ট পয়েন্ট তুলে ধরতে হবে। এটাই লড়াই করার সহজ উপায়।”

উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে এই ছবি বাংলায় ব্যান করা হল। আর তারপর থেকেই বাংলার জনগণের মধ্যে এই ছবি দেখার হিড়িক লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ছবির হল প্রিন্ট লিংক। এবং বেশিরভাগের এমনই দাবি, যে আগে হলে দেখার প্রশ্নই ছিল না। তবে, ব্যান করেই বিতর্ক উস্কে দেওয়া হয়েছে।

আরও পড়ুন বিতর্কেই যেন লক্ষ্মীলাভ, বক্স অফিসে কোটি কোটি কামাচ্ছে সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Anurag kashyap pointed statement to cm mamata banerjee after she banned kerala story