Advertisment
Presenting Partner
Desktop GIF

'হিন্দু সংগঠনগুলোকে নগ্ন করে ছেড়ে দিল 'পাঠান'..', বিস্ফোরক অনুরাগ কাশ্যপ

শাহরুখ খানের হয়ে সপাটে চড় কষালেন অনুরাগ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
SHAH RUKH KHAN, PATHAAN, ANURAG KASHYAP, PATHAAN NEWS, PATHAAN SHAH RUKH KHAN, PATHAAN BOX OFFICE RECORD, PATHAAN 600 CRORE, PATHAAN YASH RAJ FILM, PATHAAN SHAH RUKH COMBACK, PATHAAN SALMAN CAMEO, PATHAAN RECORDS, SRK PATHAAN, PATHAAN BOX OFFICE COLLECTION, PATHAAN HALL LIST, PATHAAN SHOW TIME, DEEPIKA PADUKONE, JOHN ABRAHAM, BOLLYWOOD NEWS ON PATHAAN , TOLLYWOOD NEWS ON PATHAAN, PATHAAN SUCCESS IN KOLKATA, PATHAAN SUCCESS IN MUMBAI, SRK, SRK UNIVERSE, SRK FAN WORLD, শাহরুখ খান, অনুরাগ কাশ্যপ, পাঠান, পাঠান বক্সঅফিস, পাঠান রেকর্ড, পাঠান রিভিউ, দীপিকা পাড়ুকোন, শাহরুখ দীপিকা, জন আব্রাহাম, সলমন খান, শাহরুখ সলমন, পাঠান রেকর্ড, বলিউডের খবর

'পাঠান'-এর সাফল্যে রগরগে মন্তব্য অনুরাগ কাশ্যপের

মুক্তির ৭ দিনেই সুপারহিট 'পাঠান'। সিনেমার সাফল্যেই পাল্টা জবাব। মুখে তালা লেগেছে নিন্দুক-সমালোচকদের। নিদ্রা গিয়েছে বয়কট গ্যাং। এবার সেই প্রসঙ্গেই দেশের হিন্দু সংগঠনগুলোকে একহাত নিয়ে বিস্ফোরক মন্তব্য অনুরাগ কাশ্যপের। বললেন, "এদের একেবারে নগ্ন করে ছেড়ে দিল 'পাঠান'।"

Advertisment

"কুত্তা ভোকে হাজার, হাতি চলে বাজার..", 'পাঠান'-এর গগনচুম্বী সাফল্যের পর বয়কট গ্যাংয়ের বিরুদ্ধে এই প্রবাদ বাক্যই যেন হাতিয়ার হয়ে উঠেছে শাহরুখ খান অনুরাগীদের। 'পাঠান' নিয়ে হিন্দু সংগঠনগুলোর মাথাব্যথার অন্ত নেই! বয়কটের ডাক, সিনেমা নিষিদ্ধ করার দাবি তুলে বিভিন্ন রাজ্যের সিনেমাহলে একেবারে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছেড়েছে। তবে দমাতে পারেনি শাহরুখ-ভক্তদের। বক্সঅফিসে অপ্রতিরোধ্য 'পাঠান'। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ।

অনুরাগ বরাবরই উগ্র হিন্দু-পন্থী বিরোধী। একাধিকবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুখ খুলে হুমকি খেয়েছেন। এমনকী নিজেও বয়কটের শিকার হয়েছেন। বিতর্কের জেরে টুইটার থেকেও একসময়ে বিরতি নিয়েছিলেন। তবে সেসব এখন অতীত। ফের স্বমহিমায় ফিরলেও হিন্দু সংগঠন বিরোধী লেখালেখি থামিয়েছিলেন। তবে এবার পাঠান-কে হাতিয়ার করেই ফের তীক্ষ্ণ আক্রমণ-বাণ ছাড়লেন অনুরাগ কাশ্যপ।

<আরও পড়ুন: ‘শাহরুখ না থাকলে, আমি..’, বলেই হাউ-হাউ করে কাঁদলেন দীপিকা>

বলিউড পরিচালকের কথায়, "শাহরুখ খানের 'পাঠান'-এর বার্তা একেবারে পরিস্কার। এই তৈরি করা ঘৃণা মানুষের ভালবাসাকে হারাতে পারবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসকে অনুরাগ কাশ্যপ জানান, 'পাঠান'-এর এই সাফল্য ভীষণ মিষ্টি। আর হ্যাঁ, এটাই মনে করিয়ে দিল যে, যতই ঘৃণা ছড়ানো হোক কিংবা বয়কটের ডাক উঠুক, মানুষ সিনেমা দেখবেই। ছবির সাফল্যের থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এটা বয়কটকারীদের পুরো নগ্ন করে ছেড়ে দিল। বক্সঅফিসে এত ভাল ফল করার পরও কিছু মানুষ এই সিনেমা বন্ধ করার পিছনে পড়ে রয়েছে।"

অনুরাগ পাশাপাশি এও বলেন যে, "টুইটারে কত পেজ দেখলাম পাঠান নিয়ে ভুল তথ্য দিচ্ছে। কিংবা এই সিনেমা যাতে না দেখেন, তার আর্জি রাখছে। সিনেমাটাকে নিচে টেনে আনার জন্য যতধরণের চেষ্টা করা যায় আর কী! হিন্দু সংগঠনগুলোর অ্যাজেন্ডা এটা। ঘৃণা তৈরি করার চেষ্টা করছিল। এখন তো ওরা পুরো উলঙ্গ হয়ে গেল।"

PATHAAN BOX OFFICE RECORD deepika padukone Pathaan SRK Birthday Anurag Kashyap bollywood Entertainment News
Advertisment