/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/06/lead-24.jpg)
শাহরুখ খান ও অনুরাগ কাশ্যপ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
অনেকেই হয়তো জানেন না, ফিল্ম জগতে পা রাখার অনেক আগেই পরিচিতি শাহরুখ খান ও অনুরাগ কাশ্যপের। কারণ দুজনেই পড়তেন দিল্লির হংসরাজ কলেজে। তবে শাহরুখ একটু সিনিয়র। সেই সময়ের আলাপ ও হৃ্দ্যতা কিন্তু শাহরুখের স্টারডমের সঙ্গে পাল্টে যায়নি। বরং অনুরাগ যখন বলিউডে স্ট্রাগল করছেন, সেই সময়েও শাহরুখ তাঁকে নিয়মিত পরামর্শ দিতেন।
মিসমালিনী ডট কম-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এই সব কথাগুলি জানা গিয়েছে মিড-ডে পত্রিকার একটি সোশাল মিডিয়া লাইভ সেশনে। সেখানে শাহরুখ ও তাঁর বহু বছরের হৃদ্যতার কথা বলেন অনুরাগ কাশ্যপ। তারকাকে নিয়ে ছবি করার পরিকল্পনার কথাও জানান।
আরও পড়ুন: থাকছে ‘ক্লাসিকস’, ফিরছে চলতি ধারাবাহিক! স্টার জলসা-র নতুন অনুষ্ঠানসূচি
শাহরুখের সঙ্গে সম্পর্কটা এতটাই ঘরোয়া যে একবার নাকি ক্ষুধার্ত অনুরাগ সোজা চলে গিয়েছিলেন 'মন্নত'-এ। অনুরাগের খিদে পেয়েছে জেনে নিজেই অমলেট বানিয়ে দিয়েছিলেন শাহরুখ। ''আমার মনে আছে শাহরুখ আমাকে খাইয়েছিল। শুধু অমলেটটাই বানাতে জানত তখন'', বলেন অনুরাগ। এতটাই হৃদ্যতা কিন্তু বলিউডে এখনও পর্যন্ত দুজনে একসঙ্গে কাজ করেননি।
অবশ্য দু'টি প্রজেক্ট নিয়ে কথা এগিয়েছিল যা শেষ পর্যন্ত হয়নি-- 'নো স্মোকিং' ও 'অলউইন কালীচরণ'। তবে অনুরাগ হাল ছাড়েননি। শাহরুখের সঙ্গে অন্তত একটি ছবি করবেন, এমনটাই ইচ্ছে তাঁর। ওই লাইভ সেশনে তিনি বলেন, ''কিন্তু আমরা একসঙ্গে কাজ করবই। শাহরুখের সঙ্গে ছবি না করে কোথাও যাচ্ছি না।''
মিসমালিনী ডট কম-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনুরাগ বলেন, ''সব সময় বড় দাদার মতো আমাকে সাহায্য করেছে। শাহরুখ চূড়ান্ত সফল একজন মানুষ। আমি যখন স্ট্রাগল করছিলাম, আমাকে বলত, আমি যেভাবে বলছি সেভাবে চলো, তোমার সব সমস্যা দূর হয়ে যাবে।
শাহরুখ যখন কাউকে ভালবাসে তখন এভাবেই তার কথা ভাবে। আমি শেষদিন পর্যন্ত শাহরুখকে ভালবাসব কিন্তু আমি চাইনি আমার জীবনটা শাহরুখের হাতে তৈরি হোক।''