Soumily Chakraborty Hospital: একহাতে ব্যান্ডেজ অন্যহাতে স্যালাইন! হাসপাতালে অনুরাগের ছোঁয়ার 'ঊর্মি' সৌমিলি

Soumily Chakraborty: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী। হাসপাতাল থেকে তিনটি ছবি পোস্ট করেছেন। কেমন আছেন অনুরাগের ছোঁয়ার ঊর্মি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
হাসপাতালে অনুরাগের ছোঁয়ার 'ঊর্মি' সৌমিলি

হাসপাতালে অনুরাগের ছোঁয়ার 'ঊর্মি' সৌমিলি

Soumily Chakraborty At Hospital: হাসপাতালে শয্যাশায়ী ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী। এখন অবশ্য উর্মি নামেই সকলের কাছে বেশি জনপ্রিয়। সৌজন্যে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। রবিবাসরীয় সকালে সোশ্যাল মিডিয়ায় পর্দার উর্মি হাসপাতালের বিছানায় শুয়ে তিনটি ছবি পোস্ট করেছেন।

Advertisment

যা দেখে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রীর অনুরাগীরা। এক হাতে ব্যান্ডেজ চতো অন্য হাতে স্যালাইনের নল! প্রিয় অভিনেত্রীর এমন অবস্থা দেখে হতাশ ভক্তরা। আচমকা কী হল সৌমিলির? সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্ট করা এই ছবি ঘিরে ঘিরে যখন অনেকে চিন্তিত তখন অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নিয়মিত দর্শকরা জাস্ট 'কুল'।

Advertisment

যারা এই মেগার দর্শক তাঁদের চোখে কিন্তু, ধূলো দিতে পারেননি পর্দার উর্মি। এক দেখাতেই বুঝে গিয়েছেন এটা ধারাবাহিকেরই অংশ। সৌমিলি-ও হাসপাতালের বিছানায় শুয়ে বিভিন্ন আঙ্গিকে ক্যামেরায় পোজ দিয়েছেন। চশমা পরে রীতিমতো ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবি পোস্টের ক্যাপশনে অবশ্য সকলকে অনুরাগের ছোঁয়া দেখতেও বলেছেন সৌমিলি। কমেন্টে বক্সে কেউ তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন তো কেউ আবার বলেই দিয়েছেন, তাঁরা জানেন এটা ধারাবাহিকের শুটিংয়ের দৃশ্য।

টলিপাড়ার গুঞ্জন, অন স্ক্রিন জামাইবাবু অর্থাৎ দিব্যজ্য়োতির সঙ্গে প্রেম করছেন পর্দার ঊর্মি। চর্চার মাঝে একবার বউবেশে ফটোশুটের ছবি পোস্ট করে জল্পনা উসকে দিয়েছিলেন সৌমিলি। দিব্যজ্যোতির সঙ্গে একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল। রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন দুজনে। ছবি পোস্ট কপে ক্যাপশনে লেখা ছিল, সূর্য প্লাস ঊর্মি=সূর্মি। 

প্রসঙ্গত, একই সময়ে পাহাড় থেকে ছবি শেয়ার করেছিলেন দিব্যজ্যোতি আর সৌমিলি। যদিও নিজেদের অ্যাকাউন্ট থেকে আলাদাভাবে পোস্ট করা হয়েছিল। সৌমিলির ছবিটি ছিল গ্যাংটকের ম্যালে। আর দিব্যজ্যোতি পাহাড়ের কোনও রাস্তায় খাদের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিলেন।  দুজনকেই পাহাড়ে দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল চর্চিত প্রেমিকযুগল একসঙ্গে ভ্যাকেশনে যাননি তো?

Bengali Serial Bengali Actor Bengali Actress Bengali serial TRP Anurager Chhowa