Advertisment
Presenting Partner
Desktop GIF

প্রিয় বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করছেন অনুষ্কা

বিশ্বব্যপী ৫ আগস্ট পালন করা হয়েছে ফ্রেন্ডশিপ ডে। এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন বলি পাড়ার সেলেবরাও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিরাট কোহলি জানিয়েছেন, অনুষ্কা প্রথম একজন যার সঙ্গে সুখদঃখ ভাগ করে নিয়ে ভালো আছেন তিনি

বিশ্বব্যপী ৫ আগস্ট পালন করা হয়েছে ফ্রেন্ডশিপ ডে। এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন বলি পাড়ার সেলেবরাও। বাদ পড়েননি নবদম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। দুজনেই সেলফি তুলে শেয়ার করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।

Advertisment

টেস্ট ম্যাচ খেলতে বর্তমানে ইংল্যান্ডে রয়েছে টিম ইন্ডিয়া। 'সুই ধাগা', 'জিরোর' শুটিং সেরে লম্বা ছুটি কাটাতে, এবং সেই সঙ্গে স্বামীকে সঙ্গ দিতে ইংল্যান্ড পাড়ি দিয়েছেন অনুষ্কা। সেখান থেকেই এই সেলেব কাপল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করেছেন তাঁদের ইংল্যান্ড ভ্রমণের একাধিক ফটো। সম্প্রতি, তাদের প্রেমের সাক্ষী হয়ে রইল এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড। প্রথম ইনিংসে বিরাটের ১৪৯ রানের ইনিংসই ভারতীয়দের মনে আশা জুগিয়েছিল যে, এজবাস্টনে বিরাট দাঁড়িয়ে গেলে ভারত এই টেস্ট জিতেই মাঠ ছাড়বে। কিন্তু বিরাট আউটে জয়ের স্বপ্নভঙ্গ হয়েছে টিম ইন্ডিয়ার।

publive-image এই সেলেব কাপল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করেছেন তাঁদের ইংল্যান্ড ভ্রমণের একাধিক ফটো।

বিরাট কোহলি জানিয়েছেন, অনুষ্কা প্রথম একজন যার সঙ্গে সুখদঃখ ভাগ করে নিয়ে ভালো আছেন ভারতীয় অধিনায়ক। এজবাস্টনের মাঠে দাড়িয়ে শতরান করার পর প্যাভিলিওনের দিকে ব্যাট উচিয়ে ধরেন বিরাট। গলায় ঝুলে থাকা ওয়েডিং রিংটিতে চুম্বন করেন। যেন এদিনের রানের ভান্ডার উৎসর্গ করলেন অর্ধাঙ্গিনীকে। ইনিংসের শেষ দিন অনুষ্কা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে প্রশংসা করলেন।

Anushka Sharma Virat Kohli
Advertisment