/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/virat-kohli-anushka.jpg)
আইনি নোটিস পেলেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা
রাস্তায় প্লাস্টিক ফেলার জন্য যাঁকে ধমক দিয়েছিলেন অনুষ্কা, আর যে ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বিরাট, সেই আরহান সিং এবার সেলেব দম্পতিকে আইনি নোটিস পাঠালেন। কিছুদিন আগে গাড়ির জানালা দিয়ে রাস্তায় ময়লা ফেলার জন্য আরহানকে গাড়ি থামিয়ে তিরস্কার করেছিলেন অনুষ্কা শর্মা। সেই ভিডিও বিরাট কোহলির সৌজন্যে ভাইরাল হয়ে যায়।
শনিবার অনুষ্কা শর্মা ও বিরাট কোহলিকে আইনি নোটিস পাঠাল আরহান সিং। সোশ্যাল মিডিয়ায় তাঁকে শেমিং করার জন্যই এই নোটিস। আরহান জানান, ''আমার কৌঁশুলি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাকে আইনি নোটিস পাঠিয়েছেন। আর এই মূহুর্তে আমার কিছু বলার নেই। আমি ওঁদের উত্তরের জন্য অপেক্ষা করব।"
অনুষ্কার মুখপাত্র ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে জানিয়েছেন, তাঁদের আইনি পরামর্শদাতারা বিষয়টি পর্যালোচনা করছেন।
এদিকে শনিবারই কংগ্রেস নেতা সঞ্জয় ঝা টুইট করে বিরাট-অনুষ্কার এই কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে বিষয়টিকে পাবলিসিটি স্টান্ট বলে দাবি করেছেন।
আরও পড়ুন, Unfinished: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবার লেখিকাও
টুইটারে এই ভিডিওটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই অনুষ্কার প্রশংসায় সরব হলেও বেশ কিছু টুইটারাত্তি মনে করছেন, কিছুটা সীমা লঙ্ঘন করেছেন বিরুষ্কা।