New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/Friendship-Day-759.jpg)
ফ্রেন্ডশিপ ডে তে বলি থেকে টলি সকলেই প্রাণের বন্ধুর ছবি শেয়ার করে দিনটি উদযাপন করেছেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে খুবই মধুর হয় তার উল্লেখ করেছেন তারা। ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মা জানিয়েছেন, "আপনি আপনার জীবনে প্রচুর বন্ধুবান্ধব তৈরি করেছেন এবং তাদের প্রত্যেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জেনে বা অজান্তে তারা সকলেই আমাদের উপর একটি ছাপ ফেলে গিয়েছে। তাদের মধ্যে কিছুজন যোগাযোগ রাখে আবার অনেকে ভুলেও যায়।"
Advertisment
কাজল বলেছিলেন জীবনে অনেক বন্ধুবান্ধব পেয়ে তিনি “ধন্য” বোধ করেন। ইনস্টাগ্রামে শাহরুখ খান, করণ জোহর এবং অন্যদের নিয়ে একটি কোলাজ শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “আমার সমস্ত বন্ধুকে এক ফ্রেমে ফিট করতে পারিনি।"
Advertisment
View this post on InstagramA post shared by Ayushmann Khurrana (@ayushmannk) on
View this post on InstagramA post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
Read the full story in English