scorecardresearch

‘ও মিসেস কোহলি…’, রেড কার্পেটে অনুস্কা শর্মা, কোহলি ডাক শুনতেই মুখ ফেরালেন নায়িকা?

কোহলি ডাকে কানে তালা লেগে গেল অন্সুকার? এ কী করলেন নায়িকা?

anushka sharma, anushka virat, virat wife anushka
অনুস্কাকে দেখে কী করলেন ভক্তরা?

‘ও মিসেস কোহলি’…. বলিউড সুপারস্টার অনুষ্কা শর্মা বিয়ের পরেও নিজের নামের সঙ্গে কোহলি পদবী জোরেন নি। সোশ্যাল মিডিয়ায়ও শর্মাই রয়েছেন তিনি। তবে, এবার মিসেস কোহলি বলে ডাক পেতেই এমন কেন করে উঠলেন তিনি?

একটি অ্যাওয়ার্ড ফাংশনে দেখা মিলল বিরাট পত্নীর। অন্যান্য সেলেবদের সঙ্গে বেশ খোশ মেজাজে দেখা গেল তাঁকে। বরুণ ধাওয়ান থেকে কৃতি শ্যানন সকলের সঙ্গেই কুশল বিনিময় করলেন। এদিকে, রেড কার্পেটে যেন এক অন্য মেজাজে অভিনেত্রী। পরনে কালো স্লীট গাউন, হালকা মেকআপ – বেশ লাগছিলও তাকে। অভিনেত্রীকে দেখে উচ্ছ্বসিত সকলে। তাঁর নাম ধরে চিৎকার করতে শুরু করলেন অনেকে। দেখে রীতিমতো অবাক অভিনেত্রী। সকলকে শান্ত হতে অনুরোধ করলেন। মুচকি হেসে বলে ওঠেন, “আস্তে আস্তে! কানে তালা লেগে যাবে তো”!

কিন্তু, অনুরাগীরা থামার নয়। বরং এবার আরও একধাপ এগিয়ে তাঁরা! কী করলেন? রেড কার্পেটে দাঁড়িয়ে অনুষ্কা। আর তাকে দেখে ‘মিসেস কোহলি’ বলে দেদার চিৎকার। সকলের সামনে কিছু উত্তর দিতেও পারছেন না তিনি। অগত্যা মুখ বন্ধ করে হেসেই ফেললেন তিনি। মিসেস কোহলি শোনার পরে আর বেশিক্ষণ দাড়ালেন না সেখানে। দীর্ঘদিন নানান ফাংশান থেকে দূরেই থাকতেন তিনি। এখন সিজলিং অবতারে ফিরেছেন তিনি। মেয়েকে নিয়ে যেমন তীর্থ ভ্রমণ করে বেড়িয়েছেন, তেমনই শুটিং করেছেন একইভাবে।

দুদিন আগেই বিরাটের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। সেদিনের লুক মন কেড়েছিল সকলের। তারপর আবার এদিনের হট ট্রেন্ডিং স্টাইল, অনুষ্কাকে এতদিন পর সামনে দেখেই ছুটে যান বরুণ ধাওয়ান এবং কৃতি, তাঁকে জড়িয়ে ধরেন। সামনেই রিলিজ ‘চাকদা এক্সপ্রেসে’র। এখন দর্শকদের এটাই অপেক্ষা, অনুষ্কা এবং রণবীরকে একসঙ্গে একই ছবিতে দেখার। দুজনকে একসঙ্গে রেড কার্পেটে দেখা গেলেও যে চূড়ান্ত আনন্দ পাবেন তারা এও জানালেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Anushka sharma called as mrs kohli see her reaction