scorecardresearch

বাগান থেকে টম্যাটো তুলে কী রাঁধলেন অনুষ্কা? দিলেন স্পেশ্যাল রেসিপিও, দেখুন ভিডিও

নিজের তৈরি রান্না খেয়ে আপ্লুত অভিনেত্রী খোদ

বাগান থেকে টম্যাটো তুলে কী রাঁধলেন অনুষ্কা? দিলেন স্পেশ্যাল রেসিপিও, দেখুন ভিডিও
অনুস্কা শর্মা

লকডাউনে বাড়ি বসে কত কিছুই না মানুষ করেছেন। সাধারণ থেকে সেলিব্রিটি নিজেদের কাজ থেকে মন ভাল করার উপায়, পথ বেছে নিয়েছিলেন নিজের মত করে। ঠিক তেমনই অনুষ্কা শর্মাও ( Anushka Sharma ) পিছিয়ে ছিলেন না নিজ হাতে রান্না ঘরের দায়িত্ব সামলাতে। বাগান থেকে টম্যাটো তুলে বানিয়েছিলেন টমেটো জ্যাম। 

ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই। সঙ্গে তার বাড়ির পোষ্য। বাগানে নিজেই গেলেন, সাদা পোশাকে নিজে হাতে তুললেন টম্যাটো, ফিরে এসে নিজের রেসিপি মেনেই বানালেন টমেটো জ্যাম। ক্যাপশনে লিখলেন, “থ্রোব্যক টু লকডাউন। অনেক গুলো রেসিপি দেখার পরেই বানিয়েছিলাম। ভেবেছিলাম সামনের বছর করোনা মুক্ত হবে পৃথিবী, তাও ভিডিও বানিয়েছিলাম। পরে বাড়ির সবাইকে খাওয়ালেন সেই জ্যাম, পেলেন প্রশংসাও।”

নিজের পরিবারের সঙ্গে সময় কাটানোর এই মিষ্টি মুহূর্তকে সবাশী দিয়েছেন সকলেই। কেউ রেসিপি কে বলছেন অসাধারণ, আবার কেউ বলছেন বেশ সুন্দর! বেশ কিছুদিন আগেই বিরাট এবং অনুষ্কা জানিয়েছিলেন মাংস ছেড়ে দিচ্ছেন তারা আপাতত প্ল্যান্ট ডায়েটে জুরবেন দুজনে। আপাতত ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে ব্যস্ত বিরাট, এবং অনুষ্কা রয়েছেন চাকদা এক্সপ্রেসের পথে। 

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Anushka sharma made a beautiful jam in a throwback video