/indian-express-bangla/media/media_files/2025/08/08/virat-kohli-and-anushka-sharma-2025-08-08-15-12-05.jpg)
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা Photograph: (file)
/indian-express-bangla/media/media_files/2025/11/05/vk1-2025-11-05-10-10-12.jpg)
তাঁদের বলা হয় পাওয়ার কাপল। বিরাট কোহলি এবং অনুস্কা শর্মা - এই দুজনেই নিজেদের ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। যদিও বিরাট এখনও ব্যাট হাতে মাঠে নামেন, কিন্তু অনুস্কা লাইমলাইট থেকে অনেকটাই দূরে।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/vk2-2025-11-05-10-10-38.jpg)
আজ বিরাটের জন্মদিন। কিং কোহলি, মানেই ভক্তদের কাছে এক আবেগের নাম। তিনি ব্যাট হাতে রাজকীয় স্টাইলে মাঠে নামলেই যেন চারিদিকে আলাদাই গর্জন। কিন্তু, অনুস্কার কাছে তিনি একেবারেই আলাদা।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/vk3-2025-11-05-10-10-59.jpg)
অভিনেত্রীর কাছে তিনি তার মনের মানুষ। তার ২ সন্তানের পিতা। বর্তমানে সমস্ত খ্যাতির আড়ালে গিয়ে কেবল সুখের সংসার করছেন অনুস্কা। যদিও, তার প্ল্যান ছিলই তাই।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/vk4-2025-11-05-10-11-28.jpg)
একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বিয়ে করতে চান, সন্তানের মা হতে চান, কিন্তু বিয়ের পর আর কাজ করতে চান না। এখন ঠিক সেরকমই দেখা যাচ্ছে। কিন্তু দুজনের মধ্যে ঠিক কীভাবে সেলেব স্বত্বা-কে ম্যানেজ করে তারা?
/indian-express-bangla/media/media_files/2025/11/05/vk4-2025-11-05-10-11-52.jpg)
দুজনেই কিংবদন্তি। তাহলে কি তারা বাড়িতেও স্টার? অভিনেত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমরা খুব সাধারণ মানুষ। আর ৫ জনের মতই জীবন বাঁচি। কেউ দেখলে বুঝতে পারবে না আমাদের। স্টারডম আমাদের কাছে বিড়াম্বনা, আমরা যে বিরাট সেটা উপভোগ করি এমন নয়।"
/indian-express-bangla/media/media_files/2025/11/05/vk6-2025-11-05-10-12-21.webp)
বিরাটের কোন গুনে মুগ্ধ অনুস্কা? অভিনেত্রী সোজা সাপ্টা বলেন, ও আমায় আলাদা দেখে না। আমরা দুজনেই পরিপূরক। মাঝেমাঝে তো পালিয়ে যেতে ইচ্ছে করে। আমরা কোনোদিক থেকেই আলাদা না। জীবন দেখার ধরণ হয়তো আলাদা, তবে ভ্যালু খুব এক।
/indian-express-bangla/media/media_files/2025/11/05/vk7-2025-11-05-10-12-59.webp)
অনুস্কা এবং বিরাট, দুজনেই আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন। তারা সবার আগে যে ঈশ্বরকে মানেন একথাও তারা জানান।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us