'চাকদা এক্সপ্রেস'-এ বাংলার গর্ব ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে অনুষ্কা শর্মাকে। ভারতীয় ক্রিকেট দুনিয়ার একদা ফার্স্টলেডি তিনি। আর সেই স্পোর্টস ড্রামার জন্যই এবার একেবারে আদা-জল খেয়ে ময়দানে নেমে পড়েছেন বিরাট-ঘরণি। ঝুলনের ব্যাট-বলের মারপ্যাঁচ শিখতে কড়া হোমওয়ার্ক শুরু করেছেন। সংসার, মেয়ে সামলানোর পাশাপাশি ময়দানের নেট প্র্যাকটিসে রোজ ঘাম ঝরাচ্ছেন এখন অনুষ্কা। ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ফ্রেমে সেই দৃশ্যই ফুটে উঠল।
প্রসঙ্গত, ৪ বছর বাদে বড় ধামাকা নিয়ে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন অনুষ্কা শর্মা। ২০২০ সালের জানুয়ারি মাসেই শোনা গিয়েছিল যে পর্দায় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ভূমিকায় ধরা দেবেন অনুষ্কা শর্মা। মাঝে অবশ্য বছর দুই কেটে গিয়েছে। অতিমারীর ধাক্কা। পাশাপাশি অভিনেত্রী এখন মায়ের দায়িত্বও সামলাচ্ছেন। সব মিলিয়েই স্থগিত ছিল ঝুলনের বায়োপিকের কাজ। শোনা গিয়েছিল, অনুষ্কার নাকি ‘চাকদা এক্সপ্রেস’ (Chakda Xpress)-এর কাজও হাতছাড়া হয়েছে। তার পরিবর্তে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। তবে জানুয়ারি মাসে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে এনেছিলেন প্রযোদক-অভিনেত্রী অনুষ্কা শর্মা।
<আরও পড়ুন: মুম্বইয়ের বস্তি থেকে নামজাদা পরিচালক, ‘বঞ্চনা’ই সাফল্যের চাবিকাঠি বনশালির>
সেই টিজারে ভারতীয় ক্রিকেট টিমের জার্সিতে ঝুলনের ভূমিকায় নজর কেড়েছিলেন বিরাট-ঘরণি অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এমনকী বঙ্গকন্যার অনুকরণে বাংলা বলতেও শোনা গিয়েছিল তাঁকে। তা নিয়ে বিতর্ক যদিও কম হয়নি! নেটপাড়ার একাংশ প্রশ্ন তুলেছিল, ফর্সা অভিনেত্রীকে কেন বেছে নেওয়া হল ঝুলন গোস্বামীর ভূমিকায়? আবার কেউ বা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, অনুষ্কা তো বাংলাই বলতে পারেন না ঠিকমতো! সেই প্রেক্ষিতে কোনও বাঙালি অভিনেত্রীকে কি কাস্ট করা যেত না? এমন অজস্র মন্তব্যবাণ শুনেও অনুষ্কা কিন্তু হাল ছাড়েননি। বরং শুটের আগে ক্রিকেট প্রশিক্ষণ নিতে নেমে পড়েছেন ময়দানে।
কালো ট্র্যাক প্যান্ট, সাদা টি-শার্ট, মাথায় লাল টুপি… ময়দানে কড়া অনুশীলনে ব্যস্ত অনুষ্কা শর্মা। মঙ্গলবার মুম্বইয়ের এক ময়দানে এমন অবতারেই দেখা গেল অভিনেত্রীকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন