"তুমি আমাকে ভীষণ খুশি রেখেছ": অনুষ্কা

এমনকি নিউ ইয়ার ইভে বিরুষ্কা সিডনির রাস্তায় ঝলমলে আলোর নিচে হেঁটেছেন স্বামী-স্ত্রী। তাতে যে অভিনেত্রী ভীষণই খুশি তা সদ্য সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্য জানিয়েছেন অভিনেত্রী।

এমনকি নিউ ইয়ার ইভে বিরুষ্কা সিডনির রাস্তায় ঝলমলে আলোর নিচে হেঁটেছেন স্বামী-স্ত্রী। তাতে যে অভিনেত্রী ভীষণই খুশি তা সদ্য সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্য জানিয়েছেন অভিনেত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সম্প্রতি অনুস্কা শর্মা নিজের হাতের কাজ সেরে রয়েছেন দিব্য স্বামীর সঙ্গে সময় কাটাচ্ছেন সিডনিতে,বলাই বাহুল্য ব্যস্ততা থেকে দূরে সরে সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলিকে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন কোহলি সহ পুরো ভারতীয় টিম। বছর শুরু দিন থেকেই কপত-কপতিকে দেখা যাচ্ছে সিডনির একাধিক এলাকায়। এমনকি নিউ ইয়ার ইভে বিরুষ্কা সিডনির রাস্তায় ঝলমলে আলোর নিচে হেঁটেছেন। তাতে যে অভিনেত্রী ভীষণই খুশি তা সদ্য সোশাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্য জানিয়েছেন তিনি।

Advertisment

Advertisment

নিঃসন্দেহে দেশবাসীর প্রিয়তম ‘লাভড কাপল’ তাঁরা। প্রেমপর্ব থেকে বিয়ে এবং তারপরেও তাঁদেরকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। হবেই না কেন, একদিকে টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান অন্যজন প্রথম সারির বলিউড নায়িকা। একটি ছবি টুইটারে শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন,"তুমি আমাকে ভীষণ খুশি রেখেছ"। বিরাটের পরনে ছিল সেমিফর্ম্যাল ড্রেস। অনুষ্কাও ছিমছাম ঢলা শার্টে বেছে নিয়েছেন নিজেকে। একাধিক ছবিতে ধরা পরেছে গ্যালারিতে বসে থাকা অনুষ্কার চার্ম। সেখান থেকেই বিরাটকে উত্ৎসাহ দিচ্ছেন অনুষ্কা।

Read the full story in English

Virat Kohli Anushka Sharma