New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/anushka-1200.jpg)
বলিউড অভিনেতা অনুষ্কা শর্মা বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে তিনি এবং তার স্বামী বিরাট কোহলি তাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন।
Advertisment
অনুষ্কা এদিন টুইটারে লেখেন, ২০২১ সালে তারা দুই থেকে তিনজন হয়ে যাবে। নিজের বেবি বাম্পের ছবিও তার সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। সেই একই পোস্ট করেছেন বিরাট কোহলিও।
And then, we were three! Arriving Jan 2021 ❤️???? pic.twitter.com/0BDSogBM1n
— Virat Kohli (@imVkohli) August 27, 2020
Advertisment
And then, we were three! Arriving Jan 2021 ❤️???? pic.twitter.com/iWANZ4cPdD
— Anushka Sharma (@AnushkaSharma) August 27, 2020
২০১৭ সালে ইতালিতে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি বিয়ে করেন। তাদের বিয়ে অনুষ্ঠান ছিল একেবারে নিরাপত্তার ঘেরাটোপে। পরিবার বন্ধু ও আত্মীয়স্বজনের মধ্যেই সম্পন্ন হয়েছিল বিয়ে।
Read the full story in English