/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/anushka.jpg)
anushka-virat: বিশেষ দিনে কী উপহার পেলেন বিরাট?
ছেলে আকায়কে লন্ডনে জন্ম দেওয়ার পর বেশ কিছুদিন আড়ালেই ছিলেন অনুষ্কা শর্মা। শুধু তাই নয়, অভিনেত্রী প্রায় অনেক মাস পর দেশে ফেরেন। এখন তো, মাঝেমধ্যেই বিরাটের হয়ে তাঁকে চিয়ার লিডিং করতে দেখা যাচ্ছে।
আর আজ ফাদার্স ডে উপলক্ষে বিশেষ কিছু করবেন না অনুষ্কা, এও আবার হয় নাকি? অভিনেত্রী বিরাটকে বাবা হওয়ার পাশাপাশি এক অসাধারণ সাপোর্ট সিস্টেম হওয়ার ক্ষেত্রেও বাহবা দিলেন। একদিকে যেমন সন্তানদের সামলাচ্ছেন তিনি তেমনই, ব্যাট হাতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন।
অনুষ্কা এই পোস্টের মাধ্যমে তাঁদের একরত্তি ছেলের কেরামতির ঝলক পর্যন্ত দেখিয়েছেন। মেয়ে ভামীকাকে নিজে থেকে তারা এখনও দেখানোর চেষ্টা না করতেই নানাভাবে সে ভাইরাল। কিন্তু ছেলেকে নিয়ে বেশ কিছু স্ট্রিক্ট পলিসি মেনে চলছেন তাঁরা। বাবা বিরাটকে সেভাবে পাওয়া হয়নি তাঁর। কিন্তু তারা বাবাকে বিশেষ অনুভূতি দিতে যা করলেন...
অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবি। যাতে দেখা যাচ্ছে, দুটি ছোট পা। দুই সন্তানের দুটি ছোট ছোট পায়ের ছাপ এবং সঙ্গে লেখা হ্যাপি ফাদার্স ডে... এবং অনুষ্কা সেই ছবি পোস্ট করে বিরাটের উদ্দেশ্যে লিখলেন...
"একজন মানুষ কী করে সবকিছুতে এত ভাল হতে পারে আমি তো ভেবে পাচ্ছি না! আমার মাথায় সব গুলিয়ে যাচ্ছে..." যদিও এই পোস্টে বিরাটের ভক্তরা তাঁকে শ্রেষ্ঠ বাবা হওয়ার পাশাপাশি দেশের একজন দায়িত্ববান নাগরিক হিসেবেও অভিহিত করেছেন। আবার কেউ কেউ এমনও বলেছেন, দুই ভাই বোনকে একসঙ্গে দেখানো হোক। আবার কারওর কথায়, আকায়কে দেখতে আগ্রহী।
উল্লেখ্য, বিরাট আপাতত টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত। গতকাল কানাডার সঙ্গে ভারতের ম্যাচ থাকলেও বৃষ্টির কারণে সেটি বানচাল হয়ে যায়। আর অন্যদিকে অনুষ্কা, শেষ অনেকবছর তাঁকে স্ক্রিনে দেখা যায়নি। শেষবার জিরো ছবিতে তাঁকে দেখা গিয়েছে।