/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/12/anushka-1.jpg)
আজ বিরুষ্কার দাম্পত্যের ৩ বছর সম্পন্ন হল। আর বিয়ের জন্মদিন উপলক্ষেই স্বামী বিরাট কোহলির (Virat Kohli) উদ্দেশে আবেগঘন পোস্ট স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma)। ২০১৭ সালের ১১ ডিসেম্বর, ইতালির তাসকানিতে সাত পাকে বাঁধা পড়েছিলেন বিরাট-অনুষ্কা। তাসকানির নৈসর্গিক স্থান বর্গো ফিনোসিয়েতোতে বসেছিল ভারতের ক্রিকেট অধিনায়কের বিবাহ আসর। কড়া নিরাপত্তা। কোনও মিডিয়া নেই। ক্যামেরা নিয়ে প্রবেশ তো নিষিদ্ধ ছিলই, এমনকী সঙ্গে মোবাইল রাখাতেও জারি হয়েছিল নিষেধাজ্ঞা। যেন কাকপক্ষীরও প্রবেশ নিষেধ। স্রেফ ঘরোয়া বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই বিয়ে সেরেছিলেন তারকাজুটি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। আজ এই রূপকথার বিয়ের ৩ বছর পূর্তি হল। বিরাট কোহলির উদ্দেশে মর্মস্পর্শী এক পোস্ট শেয়ার করলেন স্ত্রী অনুষ্কা। সেই সঙ্গে ভক্তদের শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসলেন বিরাট-অনুষ্কা।
শুক্রবার বিরাটের সঙ্গে এক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি শেয়ার করলেন অনুষ্কা। পাহাড়-মাঠ তেপান্তরের কাছে ভালবাসায় মগ্ন তারকা দম্পতি। বিরাটকে পেছন থেকে জড়িয়ে রেখেছেন অনুষ্কা। দুজনেরই মুখে হাসি। ক্রিকেট দুনিয়ার ফার্স্টলেডি ক্যাপশনও বেঁধেছেন খাসা। লিখলেন, "আমাদের দাম্পত্যের ৩ বছর। আর খুব শিগগিরিই আমারও ৩জন হয়ে যাব।" বিরাটও স্ত্রী অনুষ্কার উদ্দেশে বিশেষ বার্তা শেয়ার করেছেন। সাদা-কালো মনোক্রম ফ্রেমে দম্পতির ছবি। ফোকাসে দেখা যাচ্ছে হাসিমুখে অনুষ্কাকে। সেই ছবি শেয়ার করে লিখেছেন, "৩ বছর এবং সারা জীবনের জন্য"
প্রসঙ্গত, ক্রিকেটমহল থেকে বিরাটের ভক্তমহল, অনুষ্কাকে বহুবার সমালোচিত হতে হয়েছে স্বামীর সঙ্গে ক্রিকেট ট্যুরে থাকার জন্য। ময়দানে বিরাটের খারাপ পারফরম্যান্সের জন্য দায়ী করা হয়েছে অনুষ্কাকে। কখনও মুখ বুজে থেকেছেন ক্রিকেটের ফার্স্টলেডি আবার কখনও বা তাঁর হয়ে যোগ্য জবাব দিতে ব্যাটন ধরেছেন স্বামী বিরাট। গত ২ বছরে এতটুকু প্রেম কমেনি তাঁদের মধ্যে। বরং, সময়ের সঙ্গে মজবুত হয়েছে সম্পর্কের ভীত, ভালবাসা, বন্ধন। এভাবেই হেসে-খেলে দাম্পত্য খুনসুটিতে ৩ বছর পার করে ফেললেন বিরাট-অনুষ্কা।
3 years and onto a lifetime together ❤️ pic.twitter.com/a30gdU87vS
— Virat Kohli (@imVkohli) December 11, 2020