কেউ বলছেন 'মুভ লাগান', কেউ বলছেন 'পিরিয়ডের যন্ত্রণা', কিন্তু আদতে কী হয়েছে অনুষ্কা শর্মার? এই প্রশ্নের উত্তর খুঁজতে তোলপাড় নেটপাড়া।
অনুষ্কা শর্মা সম্প্রতি তাঁর ভক্ত ও অনুগামীদের সঙ্গে সাম্প্রতিককালের কিছু ফটোশুটের ছবি শেয়ার করেছেন। সেইসব ছবিগুলিকেই মিমে পরিণত করেছেন নেট নাগরিকরা। এর আগে অনুষ্কা শর্মা এবং বরুণ ধাওয়ান অভিনীত ছবি 'সুই ধাগা' নিয়ে মিমের শিকার হয়েছেন অভিনেত্রী। বর্তমানের কালো পোশাকে ছবিগুলি দেখে তাঁর কোমরে ব্যথা বলে মনে করছেন নেটিজেনরা।
মুম্বাইয়ের সেন্ট রেগিসের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলেন অনুষ্কা, এবং সেখানে যে কালো পোশাক পরে অভিনেত্রী গিয়েছিলেন, সেই ছবিই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল অনুষ্কার এই ছবি।
Read the full story in English