scorecardresearch

রণবীরের গালে পরপর সপাটে চড় অনুষ্কার! রেগে আগুন কাপুর-তনয়

আবার বন্ধু-বিদ্বেষ! কী হল দুজনের মধ্যে?

anushka sharma, anushka sharma news, anushka sharma bollywood, anushka sharma update, ranbir kapoor, ranbir kapoor news, ranbir kapoor update, ranbir kapoor world, Anushka-Ranbir, anushka ranbir news, indian express entertainment news, express entertainment news
অনুস্কা-রণবীর

বলিপাড়ায় আদৌ বন্ধুত্ব হয়? একসময় শুধু রেষারেষি থাকলেও এখন সেই সংজ্ঞা এখন অনেকটাই বদলেছে। বিশেষ করে রণবীর কাপুর অনুষ্কা থেকে আলিয়া ভিকি কৌশল, তারকাদের মধ্যে কিছু বন্ধুত্ব কিন্তু দেখার মত। তবে, বন্ধুত্বের সুযোগ নিয়ে টপাটপ চড়! অনুষ্কার ওপর রেগে আগুন রণবীর!

রণবীর অনুষ্কার বন্ধুত্ব নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন। দুজনে নাকি বেস্ট ফ্রেন্ড, আলিয়ার সঙ্গেও অনুষ্কার নিদারুণ সম্পর্ক। রণবীর বেশিরভাগ সময় অনুষ্কার সঙ্গে মশকরা করে থাকেন। তাঁকে রাগিয়ে দিতেও দুবার ভাবেন না। তবে, একবার অনুষ্কার আচরণে রেগে আগুন রণবীর। ঘটনাটি ঘটেছিল অ্যা দিল হ্যায় মুশকিল এর শুটিংয়ে। দৃশ্যের প্রয়োজনে রণবীরকে সপাটে কয়েকটা চড় মারেন।

সেই কারণেই ভয়ঙ্কর রেগে যান রণবীর। দৃশ্যের প্রয়োজনে হলেও এভাবে কেউ মারে? সেটে থাকাকালীনই বন্ধুর সঙ্গে ঝগড়া শুরু করে দেন তিনি। বলে বসেন, এত জোড়ে কেউ মারে? যদিও অনুষ্কা তাকে বারবার একথা বোঝানোর চেষ্টা করছিলেন যে নিজের ইচ্ছেয় নয় বরং রিয়েল টাইম শুটিং করতেই একাজ করেছেন তিনি। পরে ক্ষমাও চেয়ে নেন। কিন্তু, একথা আজও মনে রেখেছেন রণবীর।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি জানান সপাটে কয়েকটা খেয়েছিলেন বন্ধুর হাতে। অনুষ্কা এতটাই অর্গানিক অভিনেত্রী যে এসব ও করেই থাকে। তাই ওকে বলে লাভ নেই। দুজনের মধ্যে যেমন ঝগড়া লাগে, তেমন বন্ধুত্বও দেখার মত।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Anushka slapped ranbir kapoor hard actors furious reaction